মিস ইউনিভার্স ১৯৭৪
মিস ইউনিভার্স ১৯৭৪ ছিল ২৩তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা, যা ২১ জুলাই ১৯৭৪ [1] ফিলিপাইনের ম্যানিলা শহরের লোকশিল্প থিয়েটারে অনুষ্ঠিত হয়েছিল। এটিই ছিল প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতা যা দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইনে অনুষ্ঠিত হয়। [2] অনুষ্ঠান শেষে স্পেনের আম্পারো মুনোজকে মুকুট পরান বিদায়ী ফিলিপাইনের মার্গি মরান। মুনোজ স্পেনের প্রথম এবং একমাত্র মিস ইউনিভার্স বিজয়ী।
মিস ইউনিভার্স ১৯৭৪ | |
---|---|
![]() | |
তারিখ | ২১ জুলাই ১৯৭৪ |
উপস্থাপক | বব বার্কার, হেলেন ও কনেল |
অনুষ্ঠানস্থল | ফোক আর্টস থিয়েটার, ম্যানিলা, ফিলিপাইন |
সম্প্রচারক | CBS (international) KBS (official broadcaster) |
প্রবেশকারী | ৬৫ |
স্থান পায় | ১২ |
অভিষেক | |
প্রত্যাহার | |
ফেরত | |
বিজয়ী | Amparo Muñoz টেমপ্লেট:দেশের উপাত্ত Francoist Spain |
সমপ্রকৃতি | Anna Bjornsdóttir ![]() |
শ্রেষ্ঠ জাতীয় পোশাক | Kim Jae-kyu ![]() |
ফটোজেনিক | জোহানা রাউনিও ![]() |
সারা বিশ্ব থেকে ৬৫ জন প্রতিনিধি ছিলেন যারা ১৯৭৪ সালের শিরোনামের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তথ্যসূত্র
- "Miss Universe"। The Spokesman-Review। ২২ জুলাই ১৯৭৪। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- Requintina, Robert (২ আগস্ট ২০১৬)। "PH eyes MOA or Philippine Arena as venue for Miss Universe 2016"। Tempo (ইংরেজি and ফিলিপিনো ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.