মিস ইউনিভার্স ১৯৭২

মিস ইউনিভার্স ১৯৭২, ২১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা, ২৯ জুলাই, ১৯৭২ তারিখে পুয়ের্তো রিকোর ডোরাডোর সেরোমার বিচ হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। মুকুট জিতেন অস্ট্রেলিয়ার প্রথম মিস ইউনিভার্স কেরি অ্যান ওয়েলস। লেবাননের জর্জিনা রিজক, সন্ত্রাসী হামলার আশঙ্কায় সরকারি বিধিনিষেধের কারণে তার উত্তরসূরিকে মুকুট পরাতে পারেন নি। লেবানন ১৯৭২ সালে প্রতিদ্বন্দ্বিতা করেনি। ওয়েলসকে মুকুট পরান মিস ইউনিভার্স ১৯৭০, পুয়ের্তো রিকোর মেরিসোল মালারেট এবং মিস ইউনিভার্স ১৯৭১ প্রথম রানার-আপ টনি রেওয়ার্ড।

মিস ইউনিভার্স ১৯৭২
Miss Universe 1972 participating nations and results
তারিখ29 July 1972
উপস্থাপকBob Barker
অনুষ্ঠানস্থলCerromar Beach Hotel, Dorado, Puerto Rico
সম্প্রচারক
  • CBS
  • WKAQ-TV
প্রবেশকারী61
স্থান পায়12
অভিষেক
প্রত্যাহার
ফেরত
বিজয়ীKerry Anne Wells
 Australia
সমপ্রকৃতিOmbayi Mukuta
 Zaire
শ্রেষ্ঠ জাতীয় পোশাকCarmen Ampuero
 Peru
ফটোজেনিকAnne-Marie Roger
 Belgium

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.