মিস ইউনিভার্স ১৯৫৯
মিস ইউনিভার্স ১৯৫৯, হল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৮ম আসর, যা ২৪ জুলাই ১৯৫৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচের লং বিচ মিউনিসিপাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ৩৪ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং শেষ পর্যন্ত জাপানের আকিকো কোজিমা প্রতিযোগিতায় জয়ী হন। তিনি প্রথম এশীয় মহিলা হিসেবে এই শিরোপা জিতেন। কলম্বিয়ার লুজ মেরিনা জুলুয়াগা তাকে মুকুট পরান।[1] এটি লং বিচে অনুষ্ঠিত হওয়া সর্বশেষ মিস ইউনিভার্স প্রতিযোগিতা। পরে ১৯৬০ সালে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা চালু করা হয় ও এটিকে ফ্লোরিডার মিয়ামি বিচ শহরে নিয়ে যাওয়া হয়।
মিস ইউনিভার্স ১৯৫৯ | |
---|---|
তারিখ | ২৪ জুলাই ১৯৫৯ |
উপস্থাপক | বায়রন পালমার |
অনুষ্ঠানস্থল | লং বিচ মিউনিসিপ্যাল অডিটোরিয়াম, লং বিচ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
সম্প্রচারক | কেটিটিভি |
প্রবেশকারী | ৩৪ |
স্থান পায় | ১৫ |
অভিষেক | |
প্রত্যাহার |
|
ফেরত | |
বিজয়ী | আকিকো কোজিমা জাপান |
সমপ্রকৃতি | সোদসাই বনিজবধনা থাইল্যান্ড |
ফটোজেনিক | পামেলা অ্যান সার্ল ইংল্যান্ড |
স্থানলাভকারী
চূড়ান্ত ফলাফল | প্রতিযোগী |
---|---|
মিস ইউনিভার্স ১৯৫৯ |
|
১ম রানার-আপ |
|
২য় রানার-আপ |
|
৩য় রানার-আপ |
|
৪র্থ রানার-আপ |
|
শীর্ষ ১৫ |
|
তথ্যসূত্র
- "Japanese Girl Beauty Queen"। The Sydney Morning Herald। জুলাই ২৬, ১৯৫৯। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.