মিলোরাদ কেভিচ
মিলোরাদ কেভিচ (সার্বীয়: Милорад Чавић, উচ্চারিত [mîloraːd tʃǎːʋitɕ]; জন্ম ৩১ মে, ১৯৮৪) একজন অবসরপ্রাপ্ত সার্বিয়ান সাঁতারু। তিনি আমেরিকাতে জন্ম গ্রহণ করেন।
সাঁতারু জীবন
মিলোরাদ কেভিচ ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন এবং ওখানেই টুস্টিন হাই স্কুল-এ পড়াশোনা করেন।[1] এ সময় তিনি জাতীয় হাই স্কুল প্রতি্যোগিতায় ৫০ ইয়ার্ড মূক্ত সাতারে ৪টি সি আই এফ রেকর্ড করেন।
অলিম্পিক জীবন
তিনি ২০০,২০০৪,২০০৮,২০১২ অলিম্পিকে অংশ নেন। বেইজিং অলিম্পিক ২০০৮ এ তিনি সার্বিয়ার হয়ে প্রথম অলিম্পিক পদক পান।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.