মিরোস্লাভ ক্লোসা

মিরোস্লাভ ক্লোসা (জার্মান: Miroslav Klose; জন্ম: ৯ জুন ১৯৭৮)[4] একজন জার্মান ফুটবলার। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিত ৪টি বিশ্বকাপে অংশ নিয়েছেন জার্মানির জাতীয় দলের হয়ে। ফলাফলের দিকে তাকালে দেখা যাবে যে ২০১৪তে (২ গোল) চ্যাম্পিয়ন, ২০০২তে (৫ গোল) রানার্সআপ, এবং ২০০৬ (৫ গোল) এবং ২০১০তে (৪ গোল) তৃতীয়স্থান অর্জন করেছে জার্মানি। ২০১৪ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের “Ronaldo” কে হার মানিয়ে ১৬ গোল করে নিজেকে নিয়ে যায় প্রথম স্থানে। এছাড়াও “Klose” জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রেকর্ডে আছে “Klose” যে ম্যাচে গোল করেছে জার্মানি সে ম্যাচ কখনো হারেনি। ২০১৪ বিশ্বকাপে জার্মানির জয়ের পর অবসর নেন তিনি।

মিরোস্লাভ ক্লোসা
ক্লোসা ২০১২ সালে জার্মানির হয়ে খেলছেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মিরোস্লাভ জোসেফ ক্লোসা[1]
জন্ম (1978-06-09) ৯ জুন ১৯৭৮[2]
জন্ম স্থান ওপোল, পোল্যান্ড
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)[3]
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
Lazio
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
১৯৮৭-১৯৯৭ এসজি ব্লাউব্যাক-ডাইডেকপ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৭–১৯৯৮ সজি ব্লাউব্যাক-ডাইডেকপ
১৯৯৮–১৯৯৯ এফসি ০৮ হমবার্গ ২ ১৫ (১০)
১৯৯৮–১৯৯৯ এফসি ০৮ হমবার্গ ২ ১৮ (১)
১৯৯৯–২০০১ ১. এফসি কাইসারলাটার্ন ২ ৫০ (২৬)
১৯৯৯–২০০৪ ১. এফসি কাইসারলাটার্ন ১২০ (৪৪)
২০০৪–২০০৪ ওয়ার্ডার ব্রিমেন ৮৯ (৫৩)
২০০৭–২০১১ বায়ার্ন মিউনিখ ৯৮ (২৪)
২০১১–২০১৬ লেজিও ১৩৯ (৫৪)
মোট ৫২৯ (২১৩)
জাতীয় দল
২০০১–২০১৪ জার্মানি ১৩৭ (৭১)
অর্জন ও সম্মাননা
1. FC Kaiserslautern
রানার-আপDFB-Pokal2003
Werder Bremen
বিজয়ীDFL-Ligapokal2006
Bayern Munich
বিজয়ীDFL-Ligapokal2007
বিজয়ীBundesliga2008
বিজয়ীDFB-Pokal2008
বিজয়ীBundesliga2010
বিজয়ীDFB-Pokal2010
রানার-আপUEFA Champions League2010
বিজয়ীDFL-Supercup2010
Lazio
বিজয়ীCoppa Italia2013
রানার-আপSupercoppa Italiana2013
 জার্মানি
রানার-আপFIFA World Cup2002
তৃতীয় স্থানFIFA World Cup2006
রানার-আপEuropean Championship2008
তৃতীয় স্থানFIFA World Cup2010
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩:৫৯, ১৫ মে ২০১৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩:৫৯, ১১ আগস্ট ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

১০ মে ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।[5]
ক্লাব মৌসুম লীগ কাপ ইউরোপ সর্বমোট
উপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
১. এফসি কাইসারলাটার্ন ১৯৯৯–২০০০
২০০০–০১ ২৯ ১২ ৪৫ ১১
২০০১–০২ ৩১ ১৬ - - ৩৫ ১৬
২০০২–০৩ ৩২ ৩৬ ১৩
২০০৩–০৪ ২৬ ১০ ২৯ ১২
সর্বমোট১২০৪৪১৩১৪১৪৭৫২
ওয়ার্ডার ব্রেমেন ২০০৪–০৫ ৩২ ১৫ ৪৫ ১৭
২০০৫–০৬ ২৬ ২৫ ৪০ ৩১
২০০৬–০৭ ৩১ ১৩ ১৩ ৪৭ ১৫
সর্বমোট৮৯৫৩১৩৩০১৩২৬৩
বায়ার্ন মিউনিখ ২০০৭–০৮ ২৭ ১০ ১২ ৪৭ ২১
২০০৮–০৯ ২৬ ১০ ৩৮ ২০
২০০৯–১০ ২৫ ৩৮
২০১০–১১ ২০ ২৬
সর্বমোট৯৮২৪২১১৪৩০১৪১৪৯৫২
লাজিয়ো ২০১১–১২ ২৭ ১৩ ৩৫ ১৬
২০১২–১৩ ২৯ ১৫ ৩৬ ১৬
২০১৩–১৪ ২৪ ২৮
সর্বমোট৮০৩৫১৪৯৯৪০
ক্যারিয়ার সর্বমোটs ৩৮৪ ১৫৫ ৫২ ২১ ৮৮ ৩০ ৫২৪ ২০৬

জাতীয়

২০০৬ সালের ফিফা বিশ্বকাপ চলাকালে ক্লোসা
১১ আগস্ট ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।
জার্মানি জাতীয় দল[6]
বছরউপস্থিতিগোল
২০০১
২০০২১৭১২
২০০৩১০
২০০৪১১
২০০৫
২০০৬১৭১৩
২০০৭
২০০৮১৫
২০০৯
২০১০১২১০
২০১১
২০১২১৩
২০১৩
২০১৪
সর্বমোট১৩৭৭১

তথ্যসূত্র

  1. "List of Players" (পিডিএফ)। FIFA। ১৭ মে ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১০
  2. "Miroslav Klose"Soccerway। Global Sports Media। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১১
  3. "Miroslav Klose"FC Bayern Munich। ৩০ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১১
  4. "Miroslav Klose"worldfootball.net। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১০
  5. "Miroslav Klose – Player Profile"ESPN Football News। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৩
  6. "Spielerinfo Klose Einsätze" (German ভাষায়)। DFB। ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.