মিম মানতাসা

মিম মানতাসা হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। তিনি ২০১৮ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচিত হন।[1]

মিম মানতাসা
জন্ম
পাবনা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
অন্যান্য নামমিম
শিক্ষাচারুকলা
মাতৃশিক্ষায়তনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী ও মডেল
কর্মজীবন২০১৮ – বর্তমান
টেলিভিশনলাক্স-চ্যানেল আই সুপারস্টার
উপাধিবিজয়ী
মেয়াদ২০১৮
পূর্বসূরীনাদিয়া আফরিন মিম

প্রারম্ভিক জীবন

মিম মানতাসা পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী।[2]

কর্মজীবন

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় তিনি ইমপ্রেস টেলিফিল্মচ্যানেল আইয়ের নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু হবে। ফেরদৌস হাসান রানার রচনা ও পরিচালনায় তার প্রথম নাটক ভবঘুরে। এতে তার বিপরীতে অভিনয় করবেন তাহসান রহমান খান। ১৮ মে থেকে নাটকটির শুটিং শুরু হবে।[3]

ওয়েব ধারাবাহিক

বছর শিরোনাম চরিত্র পরিচালক টিকা
২০২২ জিম্মি পুস্প মনতাজুর রহমান আকবর

তথ্যসূত্র

  1. "লাক্স সুপারস্টার ২০১৮ এবারই প্রথম প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মিম মানতাসা"দৈনিক প্রথম আলো। ১১ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮
  2. অপূর্ব চৌধুরী (১২ মে ২০১৮)। "লাক্স সুন্দরী হলেন পাবনার মেয়ে মানতাসা"প্রিয়.কম। ১২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮
  3. "চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার মিম মানতাসা'র বিপরীতে তাহসান"চ্যানেল আই অনলাইনচ্যানেল আই। ১২ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
নাদিয়া আফরিন মিম
লাক্স-চ্যানেল আই সুপারস্টার
২০১৮
উত্তরসূরী
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.