মিম মানতাসা
মিম মানতাসা হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। তিনি ২০১৮ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচিত হন।[1]
মিম মানতাসা | |
---|---|
জন্ম | পাবনা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
অন্যান্য নাম | মিম |
শিক্ষা | চারুকলা |
মাতৃশিক্ষায়তন | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী ও মডেল |
কর্মজীবন | ২০১৮ – বর্তমান |
টেলিভিশন | লাক্স-চ্যানেল আই সুপারস্টার |
উপাধি | বিজয়ী |
মেয়াদ | ২০১৮ |
পূর্বসূরী | নাদিয়া আফরিন মিম |
প্রারম্ভিক জীবন
মিম মানতাসা পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী।[2]
কর্মজীবন
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় তিনি ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু হবে। ফেরদৌস হাসান রানার রচনা ও পরিচালনায় তার প্রথম নাটক ভবঘুরে। এতে তার বিপরীতে অভিনয় করবেন তাহসান রহমান খান। ১৮ মে থেকে নাটকটির শুটিং শুরু হবে।[3]
ওয়েব ধারাবাহিক
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | টিকা |
---|---|---|---|---|
২০২২ | জিম্মি | পুস্প | মনতাজুর রহমান আকবর |
তথ্যসূত্র
- "লাক্স সুপারস্টার ২০১৮ এবারই প্রথম প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মিম মানতাসা"। দৈনিক প্রথম আলো। ১১ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮।
- অপূর্ব চৌধুরী (১২ মে ২০১৮)। "লাক্স সুন্দরী হলেন পাবনার মেয়ে মানতাসা"। প্রিয়.কম। ১২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮।
- "চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার মিম মানতাসা'র বিপরীতে তাহসান"। চ্যানেল আই অনলাইন। চ্যানেল আই। ১২ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
পুরস্কার ও স্বীকৃতি | ||
---|---|---|
পূর্বসূরী নাদিয়া আফরিন মিম |
লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৮ |
উত্তরসূরী |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.