মিন্‌স্ক মেট্রো

ইউরোপ মহাদেশের বেলারুশ রাষ্ট্রের রাজধানী মিন্‌স্কের পাতাল ট্রেন ব্যবস্থার নাম মিন্‌স্ক মেট্রো। এটি ১৯৮৪ সালে চালু হয়।[2] বর্তমানে এই ব্যবস্থাটিতে দুইটি লাইন [1] এবং ২৯টি বিরতিস্থল বা স্টেশন আছে।[1] ব্যবস্থার মোট দৈর্ঘ্য ৩৭.২৭ কিলোমিটার (২৩.১৬ মা)[1] ২০১৩ সালে ব্যবস্থাটি প্রায় ৩৩ কোটি যাত্রী পরিবহন করে।[3] অর্থাৎ দৈনিক যাত্রীসংখ্যা প্রায় ৯ লক্ষ।

Minsk Underground
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়State ownership
অবস্থানMinsk, Belarus
পরিবহনের ধরনRapid transit
লাইনের (চক্রপথের)
সংখ্যা
2[1]
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
29[1]
দৈনিক যাত্রীসংখ্যা872,700 (2014)[1]
বাৎসরিক যাত্রীসংখ্যা318.5 million (2014)[1]
ওয়েবসাইটmetropoliten.by
চলাচল
চালুর তারিখ৩০ জুন ১৯৮৪ (1984-06-30)[2]
পরিচালক সংস্থাМинский Метрополитен [Minsk Metro]
একক গাড়ির সংখ্যা361[1]
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য৩৭.৩ কিমি (২৩.২ মা)[1]
রেলপথের গেজ১,৫২৪ মিলিমিটার ( ফুট)
গড় গতিবেগ৪১ কিমি/ঘ (২৫ মা/ঘ)[1]

তথ্যসূত্র

  1. Метро сегодня [Metro today] (Russian ভাষায়)। Государственное предприятие "Минский Метрополитен" [State Enterprise "Minsk Metro"]। ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২৭
  2. История развития метрополитена [History of the metro]। Государственное предприятие "Минский Метрополитен" [State Enterprise "Minsk Metro"]। ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২৭
  3. ОСНОВНЫЕ ТЕХНИКО-ЭКСПЛУАТАЦИОННЫЕ ХАРАКТЕРИСТИКИ МЕТРОПОЛИТЕНОВ ЗА 2013 ГОД. [Main technical and operational specifications for Subways for Year 2013.] (pdf)asmetro.ru (Russian ভাষায়)। Международная Ассоциация "Метро" [International Association of Metros]। ২০১৩। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৩

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.