মিনীষা লাম্বা

মিনীষা লাম্বা (জন্ম: ১৮ জানুয়ারি ১৯৮৫[1]) হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি ২০০৫ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[2] তিনি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ইয়াহান চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। তার অভিনীত চলচ্চিত্রসমূহের মধ্যে হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড (২০০৭), বাচনা এ হাসিনো (২০০৮), ওয়েল ডান আব্বা (২০০৯) এবং ভেজা ফ্রাই ২ (২০১১) উল্লেখযোগ্য।[3] ২০১৪ সালে, তিনি কালারসে সম্প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান বিগ বস ৮-এ অংশগ্রহণ করেন, যেখানে তিনি ১৫তম স্থান অধিকার করেন।

মিনীষা লাম্বা
मिनीषा लाम्बा
নিজ জন্মদিনের অনুষ্ঠানে মিনীষা
জন্ম
মিনীষা লাম্বা

(1985-01-18) ১৮ জানুয়ারি ১৯৮৫
জাতীয়তা ভারতীয়
অন্যান্য নামমিনি
মাতৃশিক্ষায়তনছেত্তিনাদ বিদ্যাশ্রম স্কুল, চেন্নাই
আর্মি পাবলিক স্কুল, শ্রীনগর
পেশাঅভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী
কর্মজীবন২০০৫–বর্তমান
উচ্চতা১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
টেলিভিশনঅভিনয়ের তালিকা
দাম্পত্য সঙ্গীরায়ান থ্যাম (বি. ২০১৫)
পিতা-মাতা
  • কেওয়াল লাম্বা (পিতা)
  • মঞ্জু লাম্বা (মাতা)
পরিবারকরণবীর লাম্বা (ভাই)

প্রারম্ভিক জীবন

মিনীষা লাম্বা ১৯৮৫ সালের ১৮ই জানুয়ারি তারিখে নতুন দিল্লির একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন।[4][5] তার বাবা হলেন কাওয়েল লাম্বা, মা হলেন মঞ্জু লাম্বা এবং ভাই হলেন করণবীর লাম্বা।[6] তিনি এক বছর যাবত চেন্নাইয়ের ছেত্তিনাদ বিদ্যাশ্রম স্কুল পড়াশোনা করেন এবং অতঃপর তিনি শ্রীনগরের আর্মি পাবলিক স্কুলে ভর্তি হন, যেখানে তিনি তার স্কুলের শিক্ষা সম্পন্ন করেছেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস হতে ইংরেজি (স্নাতক) বিভাগে পড়াশুনা করেন।[7][8]

ব্যক্তিগত জীবন

২০১৫ সালের ৬ই জুলাই তারিখে মিনীষা তার দীর্ঘ-দিনের প্রেমিক রায়ান থ্যামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[9] রায়ান থ্যাম হচ্ছেন জুহুর একটি নাইটক্লাবের মালিক এবং পূজা বেদীর চাচাতো ভাই।[9]

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

সালচলচ্চিত্রচরিত্রমন্তব্য
২০০৫ইয়াহানআদা
২০০৬কর্পোরেটমেঘা আপ্তে
রকি: দ্য রেবেলপ্রিয়া
অ্যান্থনি কৌন হ্যায়জিয়া আর শর্মা
২০০৭হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেডজারা
দশ কাহানিয়াপ্রিয়া
২০০৮বাচনা এ হাসিনোমাহি
কিডন্যাপসোনিয়া রায়না
সৌরকাব্য শাস্ত্রী
অনামিকাজিয়া রাও
২০১০ওয়েল ডান আব্বামুসকান
২০১১ভেজা ফ্রাই ২রঞ্জিনী
হাম তুম শাবানাশাবানা
কন্ট্রাক্টকর্ণাটকের চলচ্চিত্র
২০১২জোকারসংবাদ প্রতিবেদকবিশেষ উপস্থিতি
২০১৩জিলা গাজিয়াবাদফৌজির প্রেমিকা
হীর অ্যান্ড হিরো মাহি পাঞ্জাবী চলচ্চিত্র
ব্ল্যাক কারেন্সিবুদ্ধিমান প্রতিনিধি
২০১৪ডাবল দি ট্রাবলহারলীনপাঞ্জাবী চলচ্চিত্র

টেলিভিশন

সালঅনুষ্ঠানচরিত্র চ্যানেল
২০০৮ছুনা হ্যায় আসমানকাব্য শাস্ত্রী স্টার ওয়ান
২০১৪বিগ বস ৮প্রতিযোগী কালারস
২০১৬কমেডি নাইটস বাঁচাওস্বভূমিকা
২০১৮তেনালি রামাচন্দ্রকালা সাব টিভি
ইন্টারনেট ওয়ালা লাভ মাহিরা কালারস

তথ্যসূত্র

  1. "Minissha Lamba to Skydive on her Birthday"। ৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৩
  2. "I-have-dated-men-who-were-wrong-for-me-Minissha-Lamba"BCD। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৩
  3. "Minissha Lamba"BCD। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৩
  4. https://qz.com/447657/a-tale-of-two-bollywood-weddings/
  5. http://m.indiatoday.in/lite/gallery/happy-birthday-8-unknown-facts-about-birthday-girl-minissha-lamba/1/13919.html
  6. https://www.imdb.com/name/nm1999369/
  7. "Minissha Lamba dating Andrew Symonds"BCD। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৩
  8. "Minissha Lamba upcoming projects"BCD। ৯ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৩
  9. Pacheco, Sunitra (৭ জুলাই ২০১৫)। "Minissha Lamba marries longtime boyfriend Ryan Tham"The Indian Express। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.