মিথবুন্টু

মিথবুন্টু (ইংরেজি: Mythubuntu) হল একটি মিডিয়া সেন্টার অপারেটিং সিস্টেম। এটি উবুন্টু অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। মিথ টিভি মিডিয়া সেন্টার সফটওয়্যারটি সঠিকভাবে ব্যবহার করার উদ্দেশ্যেই এটি তৈরী করা হয়েছে, আর এই কারণেই মূল উবুন্টুর সাথে যে অ্যাপলিকেশন সমূহ থাকে সেখান থেকে সবগুলি সয়ংক্রিয়ভাবে ইনস্টল করা হয় না।

মিথুবুন্টু
মিথুবুন্টু প্রোগ্রাম নির্দেশিকা/রেকর্ডিং সময়সূচী দেখাচ্ছে
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থারহিত
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তিমিথুবুন্টু ১৬.০৪ / এপ্রিল ২০১৬ (2016-04)
প্যাকেজ ম্যানেজারডিপিকেজি
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ব্যবহারকারী ইন্টারফেসএক্সএফসিই, মিথটিভি
ওয়েবসাইটwww.mythbuntu.org

নোপিমিথ এবং মিথডোরা এর মূলনীতির সাথে মিল রেখে, মিথবুন্টু এমনভাবে তৈরী করা হয়েছে যেন হোম থিয়েটার কম্পিউটার সমূহে সহজেই মিথ টিভি ইনস্টল করা যায়। মিথবুন্টু অপারেটিং সিস্টেমের মূল অংশ ইনস্টলে পর মিথটিভি সফটওয়্যারটি ইনস্টল শুরু করা হয়। এই অংশে মিথটিভির ফ্রন্টএন্ড(মিডিয়া দেখার অংশ), ব্যাক এন্ড(মিডিয়া সার্ভার অংশ) ইনস্টল এবং সমন্বয় করা হয়।

মিথবুন্টু সবসময়ই মূল উবুন্টুর কাছাকাছি থাকার চেষ্টা করে, কেননা এর ফলে ব্যবহারকারীরা উবুন্টু কমিউনিটির মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে।[1] আর এই একই ধরনের বৈরিষ্টের কারণে ব্যবহারকারীরা সহজেই মূল উবুন্টু থৈকে মিথবুন্টুতে অথবা এর বিপরীতভাবে মিথবুন্টু থেকে উবুন্টুতে পরিবর্তিত হতে পারে। এটি প্রকাশের সময়ও উবুন্টুর সাথে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে। প্রতি ছয়মাস পর পর মিথবুন্টুর নতুন সংস্করণ প্রকাশ করা হয়।[2]

বিভিন্ন অ্যাপলিকেশন

বিভিন্ন সংস্করণ প্রকাশের তালিকা

সংস্করণকোড নামমিথটিভি সংস্করণপ্রকাশের তারিখ
৭.১০গাস্টি গিবনমিথটিভি .২০সোমবার, ২২ অক্টোবর, ২০০৭
৮.০৪.১হার্ডি হ্যারণমিথটিভি .২১সোমবার, ১৪ জুলাই, ২০০৮
৮.১০ইন্ট্রাপেড আইবেক্সমিথটিভি .২১বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০০৮
৯.০৪জন্টি জ্যালপসমিথটিভি .২১-পরিমার্জিতবৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০০৯
৯.১০কারমিক কোয়ালামিথটিভি .২২বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০০৯
১০.০৪লুসিড লিংকসমিথটিভি .২৩বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০১০
১০.১০ম্যাথরিক মিকটমিথটিভি .২৩.১১৯ অক্টোবর, ২০১০
১৬.০৪জেনিয়াল জেরাসমিথটিভি. ২৮২১ এপ্রিল, ২০১৬

তথ্যসূত্র

  1. "Installing Mythbuntu packages within Ubuntu"। ২৩ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১০
  2. "About Mythbuntu"। ৩ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.