মিতিনমাসি (চলচ্চিত্র)

মিতিনমাসি হল একটি প্রকাশিতব্য বাংলা রহস্য চলচ্চিত্র যার পরিচালক অরিন্দম শীল ও প্রযোজক ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা। লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কাহিনী হাতে মাত্র তিনটে দিন অনুসারে এই চলচ্চিত্রে মিতিন মাসি'র ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক[3] ২০১৯ সালের দুর্গাপুজা উপলক্ষ্যে ২ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পায়।[4] ছবিটির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ[5]

মিতিনমাসি
মিতিনমাসি চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅরিন্দম শীল
প্রযোজকরুপা দত্ত
রচয়িতাসুচিত্রা ভট্টাচার্যে
চিত্রনাট্যকারপদ্মনাভ দাসগুপ্ত
অরিন্দম শীল
উৎসমাত্র তিনটে দিন
শ্রেষ্ঠাংশেকোয়েল মল্লিক
সুরকারবিক্রম ঘোষ
চিত্রগ্রাহকশুভঙ্কর ভার
সম্পাদকসংলাপ ভৌমিক
প্রযোজনা
কোম্পানি
ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা
পরিবেশকক্যামেলিয়া প্রযোজনা সংস্থা
মুক্তি২ অক্টোবর ২০১৯ (দুর্গাপূজা)
দেশ ভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়₹১.৬৫ কোটি[1][2]
আয়₹৪ কোটি[1][2]

অভিনয়

তথ্যসূত্র

  1. "মিতিন মাসি আমার এসভিএফ-কে জবাব"। সংবাদ প্রতিদিন। ২৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯
  2. "পুজোর স্কোরকার্ড: লড়াইয়ে টলিউডের ৪ ছবি, কে এগিয়ে প্রতিযোগিতায়?"। আনন্দবাজার পত্রিকা। ১০ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯
  3. "'মিতিন মাসি' রূপে হাজির হলেন কোয়েল"Zee24Ghanta.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮
  4. BanglaNews24.com। "'মিতিন মাসি' হচ্ছেন কোয়েল মল্লিক"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮
  5. "'মিতিন মাসি'-র লুকে প্রস্তুত কোয়েল"Indian Express Bangla। ২০১৯-০৬-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.