মিতিনমাসি (চলচ্চিত্র)
মিতিনমাসি হল একটি প্রকাশিতব্য বাংলা রহস্য চলচ্চিত্র যার পরিচালক অরিন্দম শীল ও প্রযোজক ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা। লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কাহিনী হাতে মাত্র তিনটে দিন অনুসারে এই চলচ্চিত্রে মিতিন মাসি'র ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক।[3] ২০১৯ সালের দুর্গাপুজা উপলক্ষ্যে ২ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পায়।[4] ছবিটির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।[5]
মিতিনমাসি | |
---|---|
পরিচালক | অরিন্দম শীল |
প্রযোজক | রুপা দত্ত |
রচয়িতা | সুচিত্রা ভট্টাচার্যে |
চিত্রনাট্যকার | পদ্মনাভ দাসগুপ্ত অরিন্দম শীল |
উৎস | মাত্র তিনটে দিন |
শ্রেষ্ঠাংশে | কোয়েল মল্লিক |
সুরকার | বিক্রম ঘোষ |
চিত্রগ্রাহক | শুভঙ্কর ভার |
সম্পাদক | সংলাপ ভৌমিক |
প্রযোজনা কোম্পানি | ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা |
পরিবেশক | ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা |
মুক্তি | ২ অক্টোবর ২০১৯ (দুর্গাপূজা) |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹১.৬৫ কোটি[1][2] |
আয় | ₹৪ কোটি[1][2] |
অভিনয়
- কোয়েল মল্লিক - মিতিন মাসি
- জুন মালিয়া
- শুভ্রজিত দত্ত - পার্থ
- রিয়া বণিক - টুপুর
- অরুণিমা ঘোষ
- বিনয় পাঠক
- স্নেহা চট্টোপাধ্যায়
তথ্যসূত্র
- "মিতিন মাসি আমার এসভিএফ-কে জবাব"। সংবাদ প্রতিদিন। ২৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯।
- "পুজোর স্কোরকার্ড: লড়াইয়ে টলিউডের ৪ ছবি, কে এগিয়ে প্রতিযোগিতায়?"। আনন্দবাজার পত্রিকা। ১০ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- "'মিতিন মাসি' রূপে হাজির হলেন কোয়েল"। Zee24Ghanta.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮।
- BanglaNews24.com। "'মিতিন মাসি' হচ্ছেন কোয়েল মল্লিক"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮।
- "'মিতিন মাসি'-র লুকে প্রস্তুত কোয়েল"। Indian Express Bangla। ২০১৯-০৬-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.