মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৯ সালের ২৯ শে সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানী ঢাকার ২৬ গুলশান এভিনিউতে অবস্থিত। বর্তমানে এ ব্যাংকের মোট ১৩৭টি শাখা এবং ১৫০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।[1]
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
শিল্প | ব্যাংকিং |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৫ |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
পণ্যসমূহ | ব্যাংকিং সেবা, এটিএম সেবা, কনজিউমার ব্যাংকিং কর্পোরেট ব্যাংকিং বিনিয়োগ ব্যাংকিং |
ওয়েবসাইট | www.mutualtrustbank.com |
ইতিহাস
ব্যাংকটি কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে ১৯৯৯ সালের ২৯ শে সেপ্টেম্বর পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয়। ব্যাংকটি ১৯৯৯ সালের ৫ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১-এর অধীনে লাইসেন্স পায় এবং পরবর্তীতে, ঐ বছরের ২৪ অক্টোবর ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
পরিচালনা
ব্যাংকটির পরিচালনা ১৪ সদস্যের একটি পরিচালনা পর্ষদের হাতে থাক্র। ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পন্ন ও তত্বাবধানে একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ ওয়াকিলউদ্দিন[2] এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।[3]
সহায়ক কোম্পানি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তিনটি সহায়ক কোম্পানি রয়েছে, যেগুলো হচ্ছেঃ
- এমটিবি এক্সচেঞ্জ (ইউকে) লিমিটেড
- এমটিবি সিকিউরিটিজ লিমিটেড
- এমটিবি ক্যাপিটাল লিমিটেড
ব্যাংকিং পণ্য ও সেবা
ব্যাংকটি বিভিন্ন মেয়াদে আমানত গ্রহণ করে এবং কর্পোরেট ঋণ, খুচরা ঋণ, বাড়ি নির্মাণসহ বিভিন্ন রকম ঋণ দেয়। এছাড়াও, এটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও এটিএম সেবাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে। বর্তমানে ব্যাংকটির এটিএম সংখ্যা ১৯৩টি, সিডিএম (ক্যাশ ডিপোজিট মেশিন বা নগদ জমা মেশিন) সংখ্যা ১৭টি। [4] ব্যাংকটি ইন্টারনেট ব্যাংকিং[5] ও মোবাইল ফোনের অ্যাপ এমটিবি স্মার্ট ব্যাংকিং এর মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করছে।
তথ্যসূত্র
- "Home"। Mutual Trust Bank Limited। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- "Board of directors"। Mutual Trust Bank Limited। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- "এমটিবির এমডি হিসেবে মাহবুবুর রহমানের যোগদান"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৪।
- "MTB Login"। ibank.mutualtrustbank.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।