মাহমুদ দেওবন্দি

মাহমুদ দেওবন্দি (মোল্লা মাহমুদ নামেও পরিচিত) (মৃত্যু: ১৮৮৬) একজন ব্রিটিশ ভারতীয় মুসলিম পণ্ডিত যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম শিক্ষক ছিলেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, যিনি মাহমুদ দেওবন্দির প্রথম ছাত্র।[1]


মাহমুদ দেওবন্দি
ব্যক্তিগত তথ্য
মৃত্যু১৮৮৬
সমাধিস্থলদেওবন্দ
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
যে জন্য পরিচিতদারুল উলুম দেওবন্দের প্রথম শিক্ষক
মুসলিম নেতা

জীবনী

মাহমুদ দেওবন্দির কবর

মাহমুদ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কাসেম নানুতুবির সহযোদ্ধা ছিলেন। শাহ আবদুল গনির নিকট তিনি হাদীস অধ্যয়ন করেন।[2] ১৮৬৬ সালে, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলে, তিনি এর প্রথম শিক্ষক নিযুক্ত হন।[3] ১৮৮৬ সালে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত প্রায় বিশ বছর দারুল উলূম দেওবন্দে শিক্ষকতা করেন। [4] তাকে দেওবন্দে সমাহিত করা হয়।

তার ছাত্রদের মধ্যে রয়েছে মাহমুদুল হাসান দেওবন্দি, আশরাফ আলী থানভী[4] এবং আজিজুর রহমান উসমানী[5]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. মেটক্যাল্ফ, বারবারা (১৯৭৮)। "The Madrasa at Deoband: A Model for Religious Education in Modern India": ১১১–১৩৪। জেস্টোর 311825ডিওআই:10.1017/S0026749X00008179
  2. আসির আদ্রাভিতাজকিরাহ মাশহির-ই হিন্দ: কারওয়ান-ই-রাফতা (উর্দু ভাষায়) (২য়, এপ্রিল ২০১৬ সংস্করণ)। দারুল মোল্লাফীন। পৃষ্ঠা ২৪৬।
  3. রিজভি, সৈয়দ মেহবুব। তারীখ দারুল উলূম দেওবন্দ (১৯৮০ সংস্করণ)। দারুল উলূম দেওবন্দ। পৃষ্ঠা ৭৩–৭৫।
  4. আসির আদ্রাভিহযরত শাইখুল হিন্দ: হায়াত অর কার্নামে (উর্দু ভাষায়) (২০১২ সংস্করণ)। শায়খুল হিন্দ একাডেমি। পৃষ্ঠা ৩৯।
  5. আশিক ইলাহী বুলান্দশ্রী। "মহান পণ্ডিত, মোল্লা মাহমুদ দেওবন্দী"। আল-আনাকিদ আল-ঘলিয়াহ মিন আল-আসানিদ আল-আলিয়াহ (আরবি ভাষায়)। মক্তবা শায়খ। পৃষ্ঠা ৪১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.