মাহবুব হোসেন
মাহবুব হোসেন একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[1] এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন।[2][3] তিনি বাংলাদেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব।
মোঃ মাহবুব হোসেন | |
---|---|
২৪তম মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ বিভাগ | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ২০২৩ – চলমান | |
রাষ্ট্রপতি | আবদুল হামিদ |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | কবির বিন আনোয়ার |
সিনিয়র সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ | |
কাজের মেয়াদ ২ জানুয়ারি ২০২২ – ২ জানুয়ারি ২০২৩ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | আনিছুর রহমান |
উত্তরসূরী | ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মুলাদি, বরিশাল, পূর্ব পাকিস্তান। (বর্তমান বাংলাদেশ) | ১৪ অক্টোবর ১৯৬৪
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
দাম্পত্য সঙ্গী | দীনা হক |
সন্তান | দুই পুত্র সন্তান |
পিতামাতা | মোঃ আব্দুল হাকিম খান (পিতা) বেগম মেহেরুন্নেসা (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তর লন্ডন বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন বিশ্ববিদ্যালয় |
জীবিকা | সরকারী কর্মকর্তা |
জন্ম ও প্রাথমিক জীবন[2]
মাহবুব হোসেন ১৪ অক্টোবর ১৯৬৪ সালে বরিশাল জেলার মুলাদি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাকিম খান ও মাতার নাম বেগম মেহেরুন্নেসা। স্ত্রীর নাম দীনা হক। তিনি দুই পুত্র সন্তানের জনক। [2]
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি উত্তর লন্ডন বিশ্ববিদ্যালয় হতে ২০০১ সালে এমবিএ ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় হতে ২০০৭ সালে জেন্ডার স্ট্যাডিজে এমএ ডিগ্রি অর্জন করেন। [2]
কর্মজীবন
মাহবুব হোসেন ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচে যোগদান করে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তিন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, প্রতিমন্ত্রীর একান্ত সচিব, উপসচিব, যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[2]
তিনি সিনিয়র সচিব হিসেবে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগ এর অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।[3][4][5] ৩ জানুয়ারি ২০২৩ সালে তিনি বাংলাদেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ লাভ করেন।[6]
তথ্যসূত্র
- প্রতিবেদক, নিজস্ব। "কবির বিন আনোয়ার অবসরে, নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন"। bdnews24। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৩।
- "মোঃ মাহবুব হোসেন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ জানুয়ারি ২০২০। ২৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০।
- "নতুন শিক্ষা সচিব মাহবুব হোসেন"। Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- "শিক্ষা সচিব হলেন মো. মাহবুব হোসেন"। Odhikar। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- arthosuchak (২০১৯-১২-৩০)। "চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব"। www.arthosuchak.com (bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০১-০৩)। "মন্ত্রিপরিষদ সচিব হলেন মাহবুব হোসেন"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৩।