মাস্তানি বাঁই
মাস্তানি বাঁই ছিলেন মারাঠা পেশওয়া বাজিরাও ১ এর দ্বিতীয় স্ত্রী।[1] তিনি তার অপরূপ সৌন্দর্য, শিল্পকলা, সাহিত্য এবং রণকৌশলের বিশেষ দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত।[2] বাজিরাও তাকে অনেক বেশি ভালবাসতেন কিন্তু বাজিরাওয়ের মা রাধাবাঁই এবং তার ভাই ছিমাজিয়াপ্পা তাকে সবসময় ঘৃণা এবং অত্যাচার করতেন।
মাস্তানি বাঁই | |
---|---|
জন্ম | মাউ সাহানিয়া, বুন্দেলখান্দ |
মৃত্যু | ১৭৪০ পাবাল, পুনে |
দাম্পত্য সঙ্গী | বাজি রাঁও ১ |
সন্তান | শমসের বাহাদুর ১ (কৃষ্ণা রাঁও) |
পিতা-মাতা | ছাতরাসাল রুহানি বাঁই |
মাস্তানি (২৯ আগস্ট ১৬৯৯ – ২৮ এপ্রিল ১৭৪০ সিই) ছিলেন মহারাজা ছত্রশাল এবং রুহানি বাই বেগমের কন্যা। তিনি ছিলেন মারাঠা পেশোয়া (প্রধানমন্ত্রী) বাজি রাও I এর দ্বিতীয় স্ত্রী। মারাঠা ব্রাহ্মণ পরিবারের মধ্যে তার সম্পর্ক প্রশংসা এবং বিতর্ক উভয়েরই বিষয়,[1][2] এবং ভারতীয় উপন্যাস ও সিনেমায় ভালভাবে অভিযোজিত। [4][5][6][7]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.