মাস্তাননগর রেলওয়ে স্টেশন
মাস্তাননগর রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[1][2]
মাস্তাননগর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | মীরসরাই উপজেলা চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১ জুলাই ১৮৯৫ |
অবস্থান | |
ইতিহাস
১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়।[3] চট্টগ্রাম-কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে মাস্তাননগর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
মাস্তাননগর রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
- সূবর্ণ এক্সপ্রেস
- পাহাড়িকা এক্সপ্রেস
- মহানগর প্রভাতী\গোধুলী এক্সপ্রেস
- উদয়ন এক্সপ্রেস
- মেঘনা এক্সপ্রেস
- মহানগর এক্সপ্রেস
- তূর্ণা এক্সপ্রেস
- বিজয় এক্সপ্রেস
- সোনার বাংলা এক্সপ্রেস
- ময়মনসিংহ এক্সপ্রেস
- কর্ণফুলী এক্সপ্রেস
- ঢাকা\চট্টগ্রাম মেইল
- সাগরিকা এক্সপ্রেস
- চট্টলা এক্সপ্রেস
- লাকসাম কমিউটার
- জালালাবাদ এক্সপ্রেস ও
- লোকাল ট্রেন।
তথ্যসূত্র
- "চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ | banglatribune.com"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯।
- ডটকম, চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর। "মিরসরাইতে রেললাইন ডুবে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯।
- "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.