মালিন্দা পুষ্পকুমারা

পাবুলাগে মালিন্দা পুষ্পকুমারা (সিংহলি: මලින්ද පුෂ්පකුමාර; জন্ম: ২৪ মার্চ, ১৯৮৭) কলম্বো এলাকায় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কান পেশাদার আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়কাল থেকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।

মালিন্দা পুষ্পকুমারা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপাবুলাগে মালিন্দা পুষ্পকুমারা
জন্ম (1987-03-24) ২৪ মার্চ ১৯৮৭
কলম্বো, শ্রীলঙ্কা
উচ্চতা ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৪১)
৩ আগস্ট ২০১৭ বনাম ভারত
শেষ টেস্ট২৩ নভেম্বর ২০১৮ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৮৪)
৩১ আগস্ট ২০১৭ বনাম ভারত
শেষ ওডিআই৩ সেপ্টেম্বর ২০১৭ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮ - ২০১০মুরস স্পোর্টস ক্লাব
২০১২ - ২০১৫সারাসেন্স স্পোর্টস ক্লাব
২০১৫ - বর্তমানচিল মারিয়ান্স ক্রিকেট ক্লাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১২৩ ৭০
রানের সংখ্যা ১০২ ১১ ১,৯২৪ ২৮৫
ব্যাটিং গড় ১৭.০০ ৫.৫০ ১৩.৯৪ ৯.৮২
১০০/৫০ ০/০ ০/০ ০/৪ ০/০
সর্বোচ্চ রান ৪২* ৮০* ২১
বল করেছে ৮৬০ ১১৪ ২৬,২৪১ ৩,২৭৪
উইকেট ১৪ ৭১৫ ১১৯
বোলিং গড় ৩৭.১৪ ১০৫.০০ ১৯.১৯ ১৯.০৬
ইনিংসে ৫ উইকেট ৬০
ম্যাচে ১০ উইকেট - ২২ -
সেরা বোলিং ৩/২৮ ১/৪০ ১০/৩৭ ৫/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ২/– ১১৪/– ২৩/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৭ জানুয়ারি, ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে চিল মারিয়ান্স ক্রিকেট ক্লাব, মুরস স্পোর্টস ক্লাব, সারাসেন্স স্পোর্টস ক্লাব, সিংহ স্পোর্টস ক্লাব, শ্রীলঙ্কা পোর্টস অথরিটি ক্রিকেট ক্লাব ও কলম্বো ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেন।[1] দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করেন মালিন্দা পুষ্পকুমারা

প্রথম-শ্রেণীর ক্রিকেট

কলম্বোর লাম্বিনি কলেজে অধ্যয়ন করেছেন মালিন্দা পুষ্পকুমারা। এখানে থাকাকালীন ক্রিকেটের প্রতি আগ্রহ গড়ে উঠে। ২০০৫ সালে বাংলাদেশ ও ইংল্যান্ড দলকে নিয়ে ত্রি-দেশীয় প্রতিযোগিতায় শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে যথেষ্ট পরিপক্ব অবস্থায় থাকলেও শ্রীলঙ্কা এ দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা এ, নিউজিল্যান্ড এওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে খেলে কিছুটা সফলতার স্বাক্ষর রাখেন।

২০০৬ সাল থেকে মালিন্দা পুষ্পকুমারা’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। বলে বিপজ্জ্বনকভাবে ভিন্নতা আনয়ণে চতুরতার সাথে বামহাতে স্পিন বোলিং করে থাকেন মালিন্দা পুষ্পকুমারা। সাম্প্রতিক বছরগুলোয় শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা উইকেট শিকারীতে পরিণত হয়েছেন তিনি। দ্বীপরাষ্ট্রের প্রথম-শ্রেণীর উপযোগী মাঠগুলো স্পিনারদের অনুকূলে তৈরী করা হয় ও পুষ্পকুমারা তার ধারাবাহিক ক্রীড়াশৈলী প্রদর্শন করা সত্ত্বেও জাতীয় দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে পারেননি।

স্বর্ণালী সময়

২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৪-১৫ মৌসুমের প্রিমিয়ার প্রতিযোগিতায় সেরা বোলারের সম্মাননা লাভ করেছেন তিনি। ২০১২-১৩ ও ২০১৪-১৫ প্রিমিয়ার লীগ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন। মাঝের বছরগুলোয়ও তিনি সেরা ছন্দে অবস্থান করেন। কিন্তু, ২০১৬-১৭ মৌসুমে তিনি অপ্রতিরোধ্য ছিলেন। ১৩.৭৯ গড়ে ৭৭ উইকেট পান যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ২০ উইকেট বেশি ছিল। এ মৌসুমের প্রিমিয়ার লীগ টুর্নামেন্টে নয় খেলার আঠারো ইনিংসে সর্বাধিক উইকেট শিকারীতে পরিণত হন।[2]

২০১৭-১৮ মৌসুমের প্রিমিয়ার লীগ টুর্নামেন্টে সর্বাধিকসংখ্যক উইকেট লাভের অধিকারী হন। ১০ খেলার ২০ ইনিংসে তিনি ৭০টি ডিসমিসাল ঘটিয়েছলেন।[3] মার্চ, ২০১৮ সালে সুপার ফোর প্রভিন্সিয়াল টুর্নামেন্টে গালের পক্ষে খেলার জন্যে মনোনীত হন।[4][5] পরের মাসেও তিনি সুপার প্রভিন্সিয়াল ওয়ান ডে টুর্নামেন্টে একই দলের পক্ষে খেলার জন্যে নামাঙ্কিত হন।[6] ঐ প্রতিযোগিতায় তিনি শীর্ষস্থানীয় উইকেট শিকারীতে পরিণত হন। ছয় খেলায় অংশ নিয়ে পনেরোটি ডিসমিসাল ঘটান।[7]

আগস্ট, ২০১৮ সালে এসএলসি টি২০ লীগে ক্যান্ডির পক্ষে খেলার জন্যে মনোনীত হন।[8] মার্চ, ২০১৯ সালে সুপার প্রভিন্সিয়াল ওয়ান ডে টুর্নামেন্টে ক্যান্ডির পক্ষে খেলার জন্যে মনোনীত হন।[9] জানুয়ারি, ২০২০ সালে এসএলসি টুয়েন্টি২০ টুর্নামেন্টে শীর্ষস্থানীয় উইকেট শিকারী ছিলেন। নয় খেলায় অংশ নিয়ে আঠারো উইকেট পান।[10]

অবশেষে ২৯ বছর বয়সে তাকে শ্রীলঙ্কার টেস্ট দলে রাখা হয়। এ পর্যায়ে তিনি ৫৫৮টি প্রথম-শ্রেণীর উইকেট নিজ নামের সাথে যুক্ত করেন। এরজন্যে অবশ্য দলে রঙ্গনা হেরাথের ন্যায় বোলারের উপস্থিতি তাকে প্রতিবন্ধকতায় ফেলেছিল। দল নির্বাচকমণ্ডলী কেবলমাত্র একজন বামহাতি স্পিনারকে দলে রাখতে আগ্রহ বোধ করেন।

আন্তর্জাতিক ক্রিকেট

চলমান খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্ট ও দুইটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন মালিন্দা পুষ্পকুমারা। ৩ আগস্ট, ২০১৭ তারিখে কলম্বোয় সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৩ নভেম্বর, ২০১৮ তারিখে একই মাঠে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ দল শ্রীলঙ্কা গমন করে। সফরকারীদের বিপক্ষে খেলার জন্যে ফেব্রুয়ারি, ২০১৭ সালে তাকে শ্রীলঙ্কার টেস্ট দলে রাখা হয়। তবে, তাকে ঐ সিরিজে খেলানো হয়নি।[11] জুলাই, ২০১৭ সালে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট খেলার জন্যে শ্রীলঙ্কা দলের সদস্য হন।[12] ৩ আগস্ট, ২০১৭ তারিখে কলম্বোয় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার।[13] ২০ ওভার পর অজিঙ্কা রাহানেকে স্ট্যাম্পিংয়ের মাধ্যমে প্রথম উইকেট লাভে সক্ষম হন। ঐ খেলায় ১৫৬ রান খরচায় ২ উইকেট লাভ করেছিলেন তিনি। ভারত দল প্রথম ইনিংসে রেকর্ডসংখ্যক ৬১৯ রান তুলে। দ্বিতীয় ইনিংসে নাইট ওয়াচম্যান হিসেবে খেলেন। ১৬ রান করেছিলেন তিনি। তবে, শ্রীলঙ্কা দল ঐ খেলায় ইনিংস ও ৫৩ রানের বিরাট ব্যবধানে পরাভূত হয়েছিল।

পরের মাসে সফরকারী ভারতের বিপক্ষে খেলার জন্যে তাকে শ্রীলঙ্কার ওডিআই দলের সদস্য করা হয়।[14] ৩১ আগস্ট, ২০১৭ তারিখে কলম্বোয় অনুষ্ঠিত ভারতের বিপক্ষে দিবা-রাত্রির চতুর্থ ওডিআইয়ে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। ৬৫ রান খরচ করলেও তিনি কোন উইকেটের সন্ধান পাননি ও কেবলমাত্র ৩ রান সংগ্রহ করতে পেরেছিলেন।[15]

অর্জনসমূহ

জানুয়ারি, ২০১৯ তারিখে প্রথম-শ্রেণীর একটি খেলায় এক ইনিংসে দশ উইকেটের সবকটিই লাভ করেন তিনি।[16] নভেম্বর, ২০১৭ সালে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃক ২০১৬-১৭ মৌসুমের ঘরোয়া ক্রিকেটকে ঘিরে বার্ষিক পুরস্কার হিসেবে সেরা বোলার হিসেবে পুরস্কৃত হন।[17] মে, ২০১৮ সালে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ ২০১৮-১৯ মৌসুমকে ঘিরে ৩৩জন ক্রিকেটারের অন্যতম হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখে।[18][19]

জানুয়ারি, ২০১৯ সালের প্রিমিয়ার লীগ টুর্নামেন্টে কলম্বো বনাম সারাসেন্স ক্লাবের মধ্যে ষষ্ঠ খেলায় তিনি দ্বিতীয় ইনিংসে দশ উইকেটের সবকটি ঝুলিতে পুড়েন।[16] ২০০৯ সালের পর এটিই কোন ইনিংসে দশ উইকেট লাভের প্রথম ঘটনা ছিল ও ১৯৯৫ সালের পর সেরা বোলিং পরিসংখ্যান।[20] একই খেলায় তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার ৭০০তম উইকেট লাভের অধিকারী হন।[16] শ্রীলঙ্কার দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে সবকটি উইকেট লাভের কৃতিত্ব অর্জন করেন।[21] ঐ প্রতিযোগিতায় তিনি শীর্ষ উইকেট শিকারীতে পরিণত হন। নয় খেলায় অংশ নিয়ে ৬৩টি ডিসমিসাল ঘটান। তন্মধ্যে, ইনিংসে সাতবার পাঁচ-উইকেট পেয়েছিলেন।[22]

তথ্যসূত্র

  1. "Malinda Pushpakumara"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৬
  2. "Records: Premier League Tournament Tier A, 2016/17: Most wickets"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  3. "Records: Premier League Tournament Tier A, 2017/18: Most wickets"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮
  4. "Cricket: Mixed opinions on Provincial tournament"। Sunday Times (Sri Lanka)। ২৬ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮
  5. "All you need to know about the SL Super Provincial Tournament"। Daily Sports। ২৬ মার্চ ২০১৮। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮
  6. "SLC Super Provincial 50 over tournament squads and fixtures"The Papare। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮
  7. "2018 Super Provincial One Day Tournament"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮
  8. "SLC T20 League 2018 squads finalized"The Papare। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৮
  9. "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament"The Papare। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯
  10. "SLC Twenty-20 Tournament, 2019/20: Most wickets"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০
  11. "Herath to lead Sri Lanka, Pushpakumara called up for Bangladesh Tests"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  12. "Dhananjaya, Pradeep return to Sri Lanka's Test squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭
  13. "2nd Test, India tour of Sri Lanka at Colombo, Aug 3-7"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৭
  14. "Thisara, Siriwardana return to ODI squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭
  15. "4th ODI (D/N), India tour of Sri Lanka at Colombo, Aug 31 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭
  16. "Malinda Pushpakumara bags all 10 wickets in an innings"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  17. "Gunaratne wins big at SLC's annual awards"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭
  18. "Sri Lanka assign 33 national contracts with pay hike"International Cricket Council। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৮
  19. "Sri Lankan players to receive pay hike"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৮
  20. "Malinda Pushpakumara takes ten wickets in an innings"International Cricket Council। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  21. "Pushpakumara takes all ten wickets in a first-class innings"BDcrictime। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  22. "Premier League Tournament Tier A, 2018/19: Most wickets"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৯

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.