মালয়েশিয়া জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটের মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করে।
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | বীরানদীপ সিং |
তারা ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছিল, যেটি তারাও আয়োজন করেছিল, এবং এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে তাদের একমাত্র যোগ্যতা, যেটিকে এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় সাফল্য হিসাবে বিবেচনা করা হয়।
মালয়েশিয়া ২০০৯ এসিসি অনূর্ধ্ব-১৯ এলিট কাপে অংশ নেয়, ৫ম অবস্থানে ছিল।তারা গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচে হংকং ও নেপালের কাছে হেরেছে।[1]
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের রেকর্ড
মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
বছর | ফলাফল | অব | সং | খে | জ | হা | টা | পরি |
১৯৮৮ | ঢোকেনি | |||||||
১৯৯৮ | যোগ্যতা অর্জন করেনি | |||||||
২০০০ | ||||||||
২০০২ | ||||||||
২০০৪ | ||||||||
২০০৬ | ||||||||
২০০৮ | প্রথম পর্ব | ১৬তম | ১৬ | ৫ | ১ | ৪ | ০ | ০ |
২০১০ | যোগ্যতা অর্জন করেনি | |||||||
২০১২ | ||||||||
২০১৪ | ||||||||
২০১৬ | ||||||||
২০১৮ | ||||||||
২০২০ | ||||||||
২০২২ | ||||||||
মোট | ৫ | ১ | ৪ | ০ | ০ |
দলের কর্মকর্তারা
- ম্যানেজার - এমএফটি সেনাথিরাজ - ২০১৫ থেকে বর্তমান পর্যন্ত
- প্রধান কোচ - থুশারা কোডিকারা - ২০১৫
- প্রধান কোচ - সুরেশ নবরত্নম - ২০১৬
- প্রধান কোচ - এমদাদোল হক - ২০১৭
- প্রধান কোচ - সুরেশ নবরত্নম - ২০১৭
তথ্যসূত্র
- ACC U-19 Elite Cup 2009 - Results asiancricket.org 10/12/10
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.