মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন
মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন হচ্ছে মালয়েশিয়ায় ক্রিকেট খেলা পরিচালনাকারী কর্মকর্তা পর্ষদের একটি অফিসিয়াল সংস্থা। তার বর্তমান সদর দপ্তর রয়েছে কুয়ালালামপুর, মালয়েশিয়ায়। মালয়েশিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে মালয়েশিয়ার প্রতিনিধিত্বকারী একটি সংস্থা। সংস্থাটি ১৯৬৭ সাল থেকে আইসিসির সহযোগী সদস্য।[2] ১৯৮৩ সাল থেকে সংস্থাটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সদস্য।[3]
ক্রীড়া | ক্রিকেট |
---|---|
কার্যক্ষেত্র | জাতীয় |
সংক্ষেপে | এমসিএ |
প্রতিষ্ঠাকাল | ১৮৮৪[1] |
অধিভুক্ত | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) |
সদর দফতর | কুয়ালালামপুর |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
www | |
তথ্যসূত্র
- Asian cricket council History of Malaysian cricket association ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুন ২০১৯ তারিখে
- "Malaysian Cricket Association"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯।
- "MALAYSIA"। www.asiancricket.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.