মার্শাল ডাব্লিউ নিরেনবার্গ

মার্শাল ওয়ারেন নিরেনবার্গ (জন্ম এপ্রিল ১০, ১৯২৭ – মৃত্যু জানুয়ারী ১৫, ২০১০)[1] একজন মার্কিন প্রাণরসায়নবিদ ও জিনবিজ্ঞানী। তিনি ১৯৬৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

মার্শাল ওয়ারেন নিরেনবার্গ
Nirenberg in 2003
জন্ম১০ এপ্রিল ১৯২৭ (1927-04-10)
মৃত্যু১৫ জানুয়ারি ২০১০(2010-01-15) (বয়স ৮২)
নিউ ইয়র্ক সিটি
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তন
পরিচিতির কারণজেনেটিক কোড
দাম্পত্য সঙ্গীPerola Zaltzman-Nirenberg (1961-2001; her death)
Myrna M. Weissman (m. 2005)
পুরস্কার
Nirenberg and Matthaei from 1961
Nirenberg from 1962.

জীবনী

নিরেনবার্গ নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে ১৯৪৮ সালে বিএসসি এবং ১৯৫২ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৭ সালে প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[2]

তথ্যসূত্র

  1. Wade, Nicholas (জানুয়ারি ২১, ২০১০), "Marshall Nirenberg, Biologist Who Untangled Genetic Code, Dies at 82", NY Times.
  2. Leder, P; Nirenberg, MW (১৯৬৪), "RNA CODEWORDS AND PROTEIN SYNTHESIS, III. ON THE NUCLEOTIDE SEQUENCE OF A CYSTEINE AND A LEUCINE RNA CODEWORD", Proceedings of the National Academy of Sciences (প্রকাশিত হয় ডিসেম্বর ১৯৬৪), 52 (6), পৃষ্ঠা 1521–1529, ডিওআই:10.1073/pnas.52.6.1521, পিএমআইডি 14243527, পিএমসি 300480অবাধে প্রবেশযোগ্য, বিবকোড:1964PNAS...52.1521L
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.