মার্থা স্কট

মার্থা এলেন স্কট (ইংরেজি: Martha Ellen Scott; ২২ সেপ্টেম্বর ১৯১২ - ২৮ মে ২০০৩) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ১৯৩৮ সালে ব্রডওয়ে মঞ্চে থর্নটন ওয়াইল্ডারের মূল আওয়ার টাউন মঞ্চনাটকে এমিল ওয়েব চরিত্রে অভিনয় করেন[1] এবং ১৯৪০ সালে এই নাটকের চলচ্চিত্ররূপে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[2] পরবর্তীকালে তিনি সেসিল বি. ডামিলের দ্য টেন কমান্ডমেন্টস (১৯৫৬) ও উইলিয়াম ওয়াইলারের বেন-হার (১৯৫৯), এ দুটি চলচ্চিত্রে চার্লটন হেস্টনের অভিনীত চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেন।

মার্থা স্কট
Martha Scott
১৯৪৩ সালে স্কট
জন্ম
মার্থা এলেন স্কট

(১৯১২-০৯-২২)২২ সেপ্টেম্বর ১৯১২
মৃত্যু২৮ মে ২০০৩(2003-05-28) (বয়স ৯০)
ভ্যান নুইস, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিমেসোনিক সেমেটারি
জাতীয়তামার্কিন
শিক্ষাস্নাতক
মাতৃশিক্ষায়তনমিশিগান বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪০-১৯৯০

প্রারম্ভিক জীবন

স্কট ১৯১২ সালের ২১শে সেপ্টেম্বর মিজুরির জেমসপোর্টে জন্মগ্রহণ করেন। তার মাতা লেথা (প্রদত্ত নাম: ম্যাককিনলি) এবং পিতা ওয়াল্টার আলভা স্কট ছিলেন একজন প্রকৌশলী ও গ্যারেজের মালিক। তার মাতা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাককিনলির চাচাতো বোন।[1] স্কট পরিবার জেমসপোর্টে বসবাস করতেন এবং মার্থার যখন ১৩ বছর বয়স তখন তারা মিজুরির কানসাস সিটিতে এবং পরে মিশিগানের ডেট্রয়েটে চলে যান। হাই স্কুল জীবনে তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট হন এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এই আগ্রহ আরও বৃদ্ধি পায়। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতার সনদ এবং ১৯৩৪ সালে নাট্যকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।[3]

তথ্যসূত্র

  1. মার্টিন, ডগলাস (৩১ মে ২০০৩)। "Martha Scott, Original Emily in 'Our Town,' Dies at 88"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮
  2. থাইস, মার্ক (২০০৮)। Hollywood Winners & Losers A to Z (ইংরেজি ভাষায়)। হ্যাল নিওনার্ড করপোরেশন। পৃষ্ঠা ২৪২। আইএসবিএন 9780879103514। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮
  3. "B.A. Degree"দ্য হ্যাভর ডেইলি নিউজ (ইংরেজি ভাষায়)। ২৪ মার্চ ১৯৪৪। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮ নিউজপেপার.কম-এর মাধ্যমে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.