মার্তা স্তেপিয়েন
মার্তা মাগদালেনা স্তেপিয়েন (জন্ম ১০ মার্চ ১৯৯৪) হলেন পোল্যান্ডে জন্মগ্রহণকারী এক কানাডীয় মডেল, যিনি মিস ইন্টারন্যাশনাল কানাডা ২০২৭ ও মিস ইউনিভার্স কানাডা ২০১৮ খেতাব লাভ করেছিলেন। তিনি জাপানের টোকিওতে মিস ইন্টারন্যাশনাল ২০১৭ প্রতিযোগিতায় ও থাইল্যান্ডের ব্যাংককে মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় কানাডার প্রতিনিধিত্ব করেছেন। তিনি মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় সেরা দশ প্রতিযোগীর একজন হিসেবে ঘোষিত হয়েছিলেন।[1]
মার্তা স্তেপিয়েন | |
---|---|
জন্ম | মার্তা মাগদালেনা স্তেপিয়েন ১১ মার্চ ১৯৯৪ |
আদি নিবাস | উইন্ডসর, অন্টারিও, কানাডা |
উচ্চতা | ৫ ফু ১০ ইঞ্চি (১৭৮ সেমি) |
উপাধি | মিস ইউনিভার্স কানাডা ২০১৮ |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
চুলের রং | গাঢ় ব্লন্ড |
চোখের রং | হালকা বাদামি |
প্রধান প্রতিযোগিতা | মিস ইউনিভার্স কানাডা ২০১৭ (প্রথম রানার আপ) মিস ইন্টারন্যাশনাল ২০১৭ রেইনাদো ইন্টারন্যাসিওনাল ডেল ক্যাফে ২০১৮ (ভিরেইনা) মিস ইউনিভার্স কানাডা ২০১৮ (বিজয়ী) মিস ইউনিভার্স ২০১৮ (সেরা দশ) |
ব্যক্তিগত জীবন
মার্তা স্তেপিয়েন পোল্যান্ডের ওয়ারশতে জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে উঠেছেন কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসরে। তিনি সেন্ট ক্লেয়ার কলেজে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন ও সেখানে গবেষক হিসেবেও কাজ করছেন। তিনি ফরাসি, পোলিশ, জার্মান ও ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। তিনি মডেল হিসেবেও কাজ করে থাকেন।[2]
সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ
মিস ইউনিভার্স কানাডা ২০১৭
মার্তা স্তেপিয়েন ২০১৭ সালে মিস ইউনিভার্স কানাডা প্রতিযোগিতায় প্রথম রানার আপ হিসেবে ঘোষিত হন।
মিস ইন্টারন্যাশনাল ২০১৭
মার্তা স্তেপিয়েন জাপানের রাজধানী টোকিওতে মিস ইন্টারন্যাশনাল ২০১৭ প্রতিযোগিতায় কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন।
রেইনাদো ইন্টারন্যাসিওনাল দেল ক্যাফে ২০১৮
মার্তা স্তেপিয়েন কলম্বিয়াতে রেইনাদো ইন্টারন্যাসিওনাল দেল ক্যাফে ২০১৮ প্রতিযোগিতায় কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি বিজয়ী না হলেও 'ভিরেইনা' শিরোনামের একটি উপ খেতাব লাভ করেন।
মিস ইউনিভার্স কানাডা ২০১৮
মার্তা স্তেপিয়েন ২০১৮ সালের মিস ইউনিভার্স কানাডা প্রতিযোগিতায় দক্ষিণ অন্টারিওর প্রতিনিধিত্ব করেছিলেন। প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন।[1] ২০১৮ সালের ১৮ আগস্ট তিনি তার বিজয়ী মুকুট গ্রহণ করেন।[3][4]
মিস ইউনিভার্স ২০১৮
তিনি ২০১৮ সালের ডিসেম্বর মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেরা দশ প্রতিযোগীর একজন হিসেবে ঘোষিত হয়েছিলেন।
তথ্যসূত্র
- "Miss Universe Canada 2018 award goes to Marta Stepien"। awardgoesto। ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮।
- "Local model Alicia Angus puts in solid effort at Miss Universe Canada — as title goes to Windsor woman"। National Valley News। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
- "Las fotos de Marta Stepien, ganadora de Miss Canada 2018"। www.infobae.com। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮।
- "Windsor woman wins Miss Universe Canada 2018"। windsor.ctvnews.ca। CTV News। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮।