মার্টিন ল্যান্ডাউ

মার্টিন জেমস ল্যান্ডাউ[1] (ইংরেজি: Martin James Landau; ২০শে জুন ১৯২৮ - ১৫ই জুলাই ২০১৭) ছিলেন একজন মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট। ১৯৫০-এর দশক থেকে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একটি একাডেমি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।

মার্টিন ল্যান্ডাউ
Martin Landau
১৯৬৮ সালে মিশন: ইম্পসিবল-এ ল্যান্ডাউ
জন্ম
মার্টিন জেমস ল্যান্ডাউ

(১৯২৮-০৬-২০)২০ জুন ১৯২৮
মৃত্যু১৫ জুলাই ২০১৭(2017-07-15) (বয়স ৮৯)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিবেথ ডেভিড সিমেট্রি, এলমন্ট, নিউ ইয়র্ক
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনপ্র্যাট ইনস্টিটিউট
পেশাঅভিনেতা, অভিনয়ের কোচ
কর্মজীবন১৯৫৫-২০১৭
দাম্পত্য সঙ্গীবারবারা বেইন (বি. ১৯৫৭; বিচ্ছেদ. ১৯৯৩)
সন্তানসুজান ল্যান্ডাউ ফিঞ্চ
জুলিয়েট ল্যান্ডাউ

প্র্যাট ইনস্টিটিউটে পড়াশুনার পর তিনি অ্যাক্টরস স্টুডিওতে লি স্ট্রাসবার্গ, এলিয়া কাজান ও হ্যারল্ড ক্লুরম্যানের অধীনে অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৫৭ সালে মিডল অব দ্য নাইট মঞ্চনাটক দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয়। তার অভিনীত প্রথম আলোচিত চলচ্চিত্র হল অ্যালফ্রেড হিচককের নর্থ বাই নর্থওয়েস্ট (১৯৫৯)। পরবর্তীতে তিনি নিয়মিত মিশন: ইম্পসিবল টেলিভিশন ধারাবাহিক অভিনয় করেন, এবং এই কাজের জন্য তিনি কয়েকটি এমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ল্যান্ডাউ টাকার: দ্য ম্যান অ্যান্ড হিজ ড্রিম (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয় করে তার প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং প্রথম একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ক্রাইমস্‌ অ্যান্ড মিসডেমিনরস্‌ (১৯৮৯) চলচ্চিত্রে অভিনয় করে তিনি তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন পান।[2] এড উড (১৯৯৪) চলচ্চিত্রে বেলা লুগসি চরিত্রে অভিনয় করে তার প্রথম একাডেমি পুরস্কার, দ্বিতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার এবং প্রথম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন। তিনি ২০১৭ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ চালিয়ে যান এবং অ্যাক্টরস স্টুডিওর হলিউড শাখায় যোগ দেন।[3]

তথ্যসূত্র

  1. "Martin Landau Died From Massive Internal Bleeding"টিএমজেড (ইংরেজি ভাষায়)। ২৭ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮
  2. গ্লেইবারম্যান, ওয়েন (১৯ জুলাই ২০১৭)। "Martin Landau Was a Slyly Versatile Actor Who, in Late Middle Age, Attained Greatness"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮
  3. উইগ্যান্ড, ক্রিস (১৭ জুলাই ২০১৭)। "Martin Landau obituary"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.