মার্ক হ্যাসলাম
মার্ক জেমস হ্যাসলাম (ইংরেজি: Mark Haslam; জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৯৭২) বৃহত্তর ম্যানচেস্টারের বারি এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ বংশোদ্ভূত সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের সূচনালগ্নে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মার্ক জেমস হ্যাসলাম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | বারি, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড | ২৬ সেপ্টেম্বর ১৯৭২|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৭৯) | ১ নভেম্বর ১৯৯২ বনাম জিম্বাবুয়ে | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৮ নভেম্বর ১৯৯৫ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র ওডিআই (ক্যাপ ৮৩) | ১৩ ডিসেম্বর ১৯৯২ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৬ অক্টোবর ২০২০ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন মার্ক হ্যাসলাম।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
১৯৯১-৯২ মৌসুম থেকে ২০০১-০২ মৌসুম পর্যন্ত মার্ক হ্যাসলামের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। মার্ক হ্যাসলামের উত্থানপর্ব অনেকাংশেই বেশ দর্শনীয় ছিল। ২০ বছর বয়সে অকল্যান্ডের সদস্যরূপে মাত্র পাঁচটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেয়ার পর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা গমনার্থে তাকে দলে রাখা হয়।
১৯৯২ থেকে ২০০১ সাল পর্যন্ত নিউজিল্যান্ডীয় ঘরোয়া ক্রিকেটে অকল্যান্ডের পক্ষে খেলেছেন। ১৯৯৭-৯৮ মৌসুমে সফরকারী বাংলাদেশী একাদশের বিপক্ষে নর্দার্ন কনফারেন্সের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান ৫/২৫ গড়েন।[1]
আন্তর্জাতিক ক্রিকেট
সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্ট ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন মার্ক হ্যাসলাম। ১ নভেম্বর, ১৯৯২ তারিখে বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৮ নভেম্বর, ১৯৯৫ তারিখে কটকে স্বাগতিক ভারত দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। এছাড়াও, ১৩ ডিসেম্বর, ১৯৯২ তারিখে কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা দলের বিপক্ষে একমাত্র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে অংশ নিলেও তেমন সফলতা পাননি। ১৫৩ রান খরচায় মোটে এক উইকেট পান; তার আবার নিচেরসারির ব্যাটসম্যানের। আর, শ্রীলঙ্কায় ওডিআইয়ে একটি উইকেট পান। পরের মৌসুমেও তাকে অস্ট্রেলিয়া সফরে অন্তর্ভুক্ত করা হয়। তবে, খুব কমই অংশ নিতে পেরেছিলেন। ১৯৫৫-৫৬ মৌসুমে ভারত সফরের জন্যে পুনরায় টেস্ট দলে আমন্ত্রণ জানানো হয়। এ সফরে তিনি আরও দুই টেস্টে অংশ নেন। তন্মধ্যে, চেন্নাই টেস্ট বৃষ্টিবিঘ্নিত ছিল ও তিনি মাঠে নামতে পারেননি। একই অবস্থায় কটকেও লক্ষণীয় কেবলমাত্র এক ইনিংসে বোলিং করে ১/৪২ পান।
অবসর
ড্যানিয়েল ভেট্টোরি’র উত্থানে তার আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন সীমিত হয়ে আসে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রত্যাখ্যাত হবার পরও অকল্যান্ডের পক্ষে নিয়মিতভাবে খেলতে থাকেন। এ পর্যায়ে তিনি মূলতঃ একদিনের খেলায় অংশ নিতেন।
বর্তমানে তিনি অকল্যান্ডের নর্থ শোর এলাকায় ব্যক্তি মালিকানাধীন ক্রিস্টিন স্কুলের নিয়ন্ত্রণাধীন অ্যাসিস্টেন্ট মিডল স্কুল প্রিন্সিপাল হিসেবে কর্মরত।[2]
তথ্যসূত্র
- "Northern v Bangladesh 1997-98"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৮।
- "Middle School Leadership Team"। Kristin School। ২৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৮।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে মার্ক হ্যাসলাম (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে মার্ক হ্যাসলাম (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)