মার্ক মিলার

মার্ক মিলার (ইংরেজি: Mark Millar) (জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৬৯)[1] একজন পুরস্কারপ্রাপ্ত স্কটল্যান্ডীয় কমিক বই লেখক। তার জন্ম হয়েছিলো স্কটল্যান্ডে কোটব্রিজ অঞ্চলে। বর্তমানে তিনি গ্লাসগোতে বসবাস করছেন। আমেরিকার বর্তমান দশকগুলোতে কমিক বই লেখকদের মধ্যে মিলারের বই-ই সবচেয়ে বেশি বিক্রিত। ২০০৭ সালের আগস্ট মাসে শিকাগোতে তিনি উইজার্ড ওয়ার্ল্ড কর্তৃক স্ট্যান লী পুরস্কার লাভ করেন।

মার্ক মিলার
মার্ক মিলার, ৭ ডিসেম্বর, ২০০৭
জাতীয়তাস্কটল্যান্ডীয়
ক্ষেত্রলেখক
উল্লেখযোগ্য কাজ
দি অথরিটি; সুপারম্যান: রেড সন; ওয়ান্টেড; ওলভেরিন: এনিমি অফ দ্য স্টেট; দ্য আল্টিমেটস; মারভেল নাইটস স্পাইডার-ম্যান; সিভিল ওয়ার; আল্টিমেট ফ্যান্টাস্টিক ফোর; কিক-অ্যাস

তার রচিত ওয়ান্টেড কমিক্‌সটি ২০০৮ সালে চলচ্চিত্র হিসেবে মুক্তি পেয়েছিলো। যাতে অভিনয় করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, মরগ্যান ফ্রিম্যান, এবং জেমস ম্যাকঅ্যাভয়ওয়ান্টেড চলচ্চিত্রটি ২০০৮ সালের ২৭ জুন মুক্তি পায়। মিলার রোমান ক্যাথলিক ধর্মের একজন অনুসারী।[2]

তথ্যসূত্র

  1. "Mark Millar: World On A String (Part One of Two)"। ১০ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.