মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন

মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন (ইংরেজি: U.S. Virgin Islands Soccer Federation; এছাড়াও সংক্ষেপে ইউএসভিআইএসএ নামে পরিচিত) হচ্ছে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট ক্রোইয়ে অবস্থিত।

মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯৮৭ (1987)
১৯৯২ (1992) (ইউএসভিআইএসএ হিসেবে)[1]
সদর দপ্তরসেন্ট ক্রোই, মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ
ফিফা অধিভুক্তি১৯৯৮[1]
কনকাকাফ অধিভুক্তি১৯৮৭
সভাপতিমার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ হিলারেন ফ্রেডেরিক
সহ-সভাপতিমার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ জোসেফ লাইমবার্নার
ওয়েবসাইটwww.usvisoccerassociation.com

এই সংস্থাটি মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ প্রিমিয়ার লীগ, সেন্ট ক্রোই ফুটবল লীগ এবং সেন্ট থমাস লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন হিলারেন ফ্রেডেরিক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লিশাতি বেইলি।

কর্মকর্তা

১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিহিলারেন ফ্রেডেরিক
সহ-সভাপতিজোসেফ লাইমবার্নার
সাধারণ সম্পাদকলিশাতি বেইলি
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকজোয়েল ওয়াকার
প্রযুক্তিগত পরিচালকএউস্টেস বেইলি
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)গিলবের্তো দামিয়ানো
জাতীয় দলের কোচ (নারী)জোসেফ লাইমবার্নার
রেফারি সমন্বয়কারী

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

টেমপ্লেট:মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ-এ ফুটবল টেমপ্লেট:মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.