মার্কাস ট্রেসকোথিক

মার্কাস এডওয়ার্ড ট্রেসকোথিক, এমবিই (/trɛsˈkɒθɪk/; জন্ম: ২৫ ডিসেম্বর, ১৯৭৫) সমারসেটের কেনশাম এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করেছেন। ‘ট্রেসকো’ ডাকনামে পরিচিত বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিক প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে সমারসেট দলের হয়ে খেলেন।[2]

মার্কাস ট্রেসকোথিক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমার্কাস এডওয়ার্ড ট্রেসকোথিক
জন্ম (1975-12-25) ২৫ ডিসেম্বর ১৯৭৫
কেনসহ্যাম, ইংল্যান্ড
ডাকনামট্রেসকো, ব্যাঙ্গার[1]
উচ্চতা ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাউদ্বোধনী ব্যাটসম্যান, মাঝে-মধ্যে উইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৬০৩)
৩ আগস্ট ২০০০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট১৭ আগস্ট ২০০৬ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৫৮)
৮ জুলাই ২০০০ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই২৮ আগস্ট ২০০৬ বনাম পাকিস্তান
ওডিআই শার্ট নং২৩
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৩-বর্তমানসমারসেট (জার্সি নং ২)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৭৬ ১২৩ ৩২৭ ৩৭২
রানের সংখ্যা ৫,৮২৫ ৪,৩৩৫ ২২,২২০ ১২,২২৯
ব্যাটিং গড় ৪৩.৭৯ ৩৭.৩৭ ৪১.৮৪ ৩৭.২৮
১০০/৫০ ১৪/২৯ ১২/২১ ৫৫/১১০ ২৮/৬৩
সর্বোচ্চ রান ২১৯ ১৩৭ ২৮৪ ১৮৪
বল করেছে ৩০০ ২৩২ ২,৭০৪ ২,০১০
উইকেট ৩৬ ৫৭
বোলিং গড় ১৫৫.০০ ৫৪.৭৫ ৪৩.০৮ ২৮.৮৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/৩৪ ২/৭ ৪/৩৬ ৪/৫০
ক্যাচ/স্ট্যাম্পিং ৯৫/– ৪৯/– ৪৫০/– ১৪৯/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৭ মার্চ ২০১৫

কাউন্টি ক্রিকেট

১৯৯৩ সালে সমারসেট দলের পক্ষে কাউন্টি ক্রিকেটে অভিষেক ঘটে তার। খুবই দ্রুততার সাথে নিজেকে জাতীয় দলে খেলার উপযোগী করে তোলেন।

অক্টোবর, ২০০৮ সালে সমারসেট কর্তৃপক্ষ মার্কাস ট্রেসকোথিককে আর্থিক সুবিধা গ্রহণের মৌসুমের জন্যে নির্বাচিত করে। ঐ মৌসুমের অংশ হিসেবে টানটনের কাউন্টি গ্রাউন্ডটিকে বেসবল মাঠে পরিণত করা হয়। মার্কাস ট্রেসকোথিকের নেতৃত্বে ক্রিকেটারদের দল ‘মার্কাস ট্রেসকোথিক ব্যাঞ্জার্স’ নাম ধারণ করে গ্রেট ব্রিটেন জাতীয় বেসবল দলের মুখোমুখি হয়।[3] এতে তার দল ১-২১ ব্যবধানে পরাভূত হয়েছিল।[4]

আন্তর্জাতিক ক্রিকেট

সমগ্র খেলোয়াড়ী জীবনে ইংল্যান্ডের পক্ষে ৭৬ টেস্ট ও ১২৩ ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন তিনি।[5]

জুলাই, ২০০০ সালে জিম্বাবুয়ে দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে। ঐ বছরেরই আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার।[5] সাবেক অধিনায়ক নাসের হুসেনের সাথে ট্রেসকোথিকের সুন্দর সম্পর্ক ছিল যা তার ব্যাটিংয়ে ভিত্তি এনে দেয়। এছাড়াও, গ্রাহাম গুচডেভিড গাওয়ারের ব্যাটিংও তার উপর সবিশেষ প্রভাব বিস্তার করেছে।[5]

২০০২ সালে সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বৃদ্ধাঙ্গুলি ভেঙ্গে যায় তার।[6] ফলশ্রুতিতে দ্বিতীয় টেস্টে তার স্থলাভিষিক্ত হয়ে অভিষেক ঘটে রবার্ট কী’র। কিন্তু রবার্ট কী’র দূর্বল ক্রীড়াশৈলী প্রদর্শনের কারণে ও আঘাত থেকে সেরে ওঠায় ট্রেসকোথিককে পুনরায় সিরিজের চতুর্থ টেস্টে দলে ফিরিয়ে আনা হয়।[7]

খেলার ধরন

আক্রমণধর্মী উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে, মার্চ ২০১৭-এর হিসাব অনুযায়ী ইংরেজ ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ওডিআই সেঞ্চুরি করেছেন। এছাড়াও টুয়েন্টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে দ্রুততম অর্ধ-শতকের অধিকারী তিনি।[8] এছাড়াও, তিনি স্লিপে অবস্থান করে ফিল্ডিংয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন। মাঝে-মধ্যে মিডিয়াম পেস বোলিংসহ ইংল্যান্ডের পক্ষে ৫টি একদিনের আন্তর্জাতিকে উইকেট-রক্ষণেরও দায়িত্বে ছিলেন।[9]

মাত্র দুইজন খেলোয়াড়ের একজন হিসেবে মার্কাস ট্রেসকোথিক তিনবার (২০০০, ২০০৯ ও ২০১১) পিসিএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। অপরজন হলেন - নিউজিল্যান্ডীয় বিখ্যাত ক্রিকেট তারকা স্যার রিচার্ড হ্যাডলি (১৯৮১, ১৯৮৪ ও ১৯৮৭)।

তথ্যসূত্র

  1. "Sport quotes of the week"। BBC Sport। ২৩ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-২৩
  2. "Somerset players". CricketArchive. Retrieved 26 May, 2017.
  3. Smith, Matt (৪ অক্টোবর ২০০৮)। "Cricketers and ballplayers dealing with depression"। BaseballGB। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১০
  4. Chetwynd, Josh (৬ অক্টোবর ২০০৮)। "Test players step up to plate but get taken out at whole new ball game"The Times। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১০
  5. Marcus Trescothick biography, ESPNcricinfo. Retrieved on 2007-06-10.
  6. Cricinfo। "Trescothick injury poses selection dilemma"। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-২৪
  7. Smyth, Rob। "4th Test: England v India, The Oval, match report"। Wisden Cricketers' Almanack। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-২৪
  8. "Record-breaking Trescothick sets up win"ESPNcricinfo। ৯ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১০
  9. Statsguru – ME Trescothick – ODIs as wicketkeeper ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২০-০৪-১৩ তারিখে, ESPNcricinfo. Retrieved on 2007-06-11.

আরও দেখুন

স্লিপে অবস্থানকালে মার্কাস ট্রেসকোথিক

বহিঃসংযোগ

পুরস্কার
পূর্বসূরী
ডানকান হ্যামিল্টন
বর্ষসেরা উইলিয়াম হিল স্পোর্টস বুক পুরস্কার বিজয়ী
২০০৮
উত্তরসূরী
ডানকান হ্যামিল্টন
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
মাইকেল ভন
ইংরেজ জাতীয় ক্রিকেট অধিনায়ক
২০০৪ ও ২০০৬
মাইকেল ভন - সহঃ অধিনায়কের দায়িত্বে থেকে
উত্তরসূরী
মাইকেল ভন
পূর্বসূরী
জাস্টিন ল্যাঙ্গার
সমারসেট কাউন্টি ক্রিকেট অধিনায়ক
২০১০-২০১৬
উত্তরসূরী
ক্রিস রজার্স
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.