মারিশ্যা ইউনিয়ন
মারিশ্যা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
মারিশ্যা | |
---|---|
ইউনিয়ন | |
৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদ | |
মারিশ্যা মারিশ্যা | |
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৯২°১৫′৪৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | বাঘাইছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আপন চাকমা |
আয়তন | |
• মোট | ১০.৩৬ বর্গকিমি (৪.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,১৪৬ |
• জনঘনত্ব | ৮৮০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.৪৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫৯০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
মারিশ্যা ইউনিয়নের আয়তন ২৫৬০ একর (১০.৩৬ বর্গ কিলোমিটার)।[1] এটি আয়তনের দিক থেকে রাঙ্গামাটি জেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[2]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মারিশ্যা ইউনিয়নের লোকসংখ্যা ৯,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ৪,৮৮৪ জন এবং মহিলা ৪,২৬২ জন।[1]
অবস্থান ও সীমানা
বাঘাইছড়ি উপজেলার দক্ষিণাংশে মারিশ্যা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২ কিলোমিটার।[3] এ ইউনিয়নের উত্তরে সাজেক ইউনিয়ন, পশ্চিমে রূপকারী ইউনিয়ন ও বাঘাইছড়ি পৌরসভা, দক্ষিণে বাঘাইছড়ি ইউনিয়ন এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মারিশ্যা ইউনিয়ন বাঘাইছড়ি উপজেলার আওতাধীন ৩৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঘাইছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ১টি মৌজা নিয়ে গঠিত।[4] এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- খেদারছড়া
- মরিচাবনছড়া
- ভুইয়াছড়া
- হাজাছড়া
- কদমতলী
- তুলাবান
- কজইছড়ি
- ইমাম পাড়া
- মুন্সি পাড়া
- হেম্যা পাড়া
- মাতব্বর পাড়া
শিক্ষা ব্যবস্থা
মারিশ্যা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫.৪৪%।[1] এ উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[4]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- তুলাবান উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খেদারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভুইয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
বাঘাইছড়ি উপজেলা সদর থেকে মারিশ্যা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঘাইছড়ি-মারিশ্যা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম অটোরিক্সা ও মোটর সাইকেল।[3]
খাল ও নদী
মারিশ্যা ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে কাচালং নদী।[8]
দর্শনীয় স্থান
- তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহার[4]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মানব জ্যোতি চাকমা[9]
আরও দেখুন
তথ্যসূত্র
- "বাঘাইছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
- "যোগাযোগ ব্যবস্থা - ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন-"। marishaup.rangamati.gov.bd।
- "এক নজরে মারিশ্যা ইউনিয়ন"। marishaup.rangamati.gov.bd।
- "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। marishaup.rangamati.gov.bd।
- "উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। marishaup.rangamati.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41407&union=14%5B%5D
- "খাল ও নদী - ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন-"। marishaup.rangamati.gov.bd।
- "চেয়ারম্যান প্রোফাইল"। marishaup.rangamati.gov.bd।