মারিয়া গ্যোপের্ট-মায়ার
মারিয়া গ্যোপের্ট-মায়ার (জুন ২৮, ১৯০৬ - ফেব্রুয়ারি ২০, ১৯৭২) জার্মান বংশোদ্ভূত মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৬৩ সালে দ্বিতীয় নারী হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। সে বছর তার সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইউজিন পল উইগনার এবং ইয়োহানেস হ্যান্স ডানিয়েল ইয়েনসেন। এর মধ্যে নিউক্লীয় শক্তিস্তরের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছিলেন মারিয়া এবং ইয়োহানেস। পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি ক্যুরি।
মারিয়া গ্যোপের্ট-মায়ার | |
---|---|
জন্ম | ক্যাটোউইজ, জার্মান সম্রাজ্য | ২৮ জুন ১৯০৬
মৃত্যু | ২০ ফেব্রুয়ারি ১৯৭২ ৬৫) | (বয়স
জাতীয়তা | জার্মান |
নাগরিকত্ব | যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | গ্যটিঙেন বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | নিউক্লীয় শক্তিস্তরের গঠন |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | Sarah Lawrence College কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় লস আলামোস গবেষণাগার আর্গোন ন্যাশনাল ল্যাবরেটরী ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো শিকাগো বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | মাক্স বর্ন |
স্বাক্ষর | |
সাহিত্যে মারিয়া
বিজ্ঞান কল্পকাহিনী রচয়িতা গ্রেগরি বেনফোর্ড রচিত উপন্যাস "টাইমস্কেপ"-এ মারিয়া গ্যোপের্ট-মায়ারের উল্লেখ এবং ক্ষুদ্র ভূমিকা রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.