মায়ের মর্যাদা
মায়ের মর্যাদা হচ্ছে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী পারিবারিক প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দিলীপ বিশ্বাস এবং জি সিরিজ ও গীতি কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন গায়ত্রী বিশ্বাস। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মান্না, শাকিব খান, মৌসুমী, শাবনুর, ববিতা, সোহেল রানা, হুমায়ুন ফরিদী, ডলি জহুর সহ আরোও অনেকে। এটি দিলীপ বিশ্বাস পরিচালিত শেষ চলচ্চিত্র। এটি মান্না, শাকিব খান, মৌসুমী, ও শাবনুর একত্রে অভিনীত প্রথম ও শেষ চলচ্চিত্র।
মায়ের মর্যাদা | |
---|---|
![]() মায়ের মর্যাদা চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | দিলীপ বিশ্বাস |
প্রযোজক | গায়ত্রী বিশ্বাস |
রচয়িতা | দিলীপ বিশ্বাস |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ইমন সাহা |
চিত্রগ্রাহক | আবুল খায়ের |
সম্পাদক | মিন্টু |
পরিবেশক | জি সিরিজ গীতি চিত্রকথা |
মুক্তি |
|
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
অভিনয়
- মান্না
- শাকিব খান
- মৌসুমী
- শাবনুর
- ববিতা
- সোহেল রানা
- হুমায়ুন ফরিদী[1]
- ডলি জহুর
- পীরজাদা শহীদুল হারুন
- অমল বোস
- ডাঃ এজাজ
- আ খ ম হাসান[2]
- সাজু খাদেম
- রাণী
- প্রবীর মিত্র
- সুষমা আলম
- রতন খান
কুশলীব
- পরিচালক: দিলীপ বিশ্বাস
- প্রযোজক: গায়ত্রী বিশ্বাস ও দেবাশীষ বিশ্বাস
- কাহিনি: দিলীপ বিশ্বাস
- স্ক্রিপ্ট: দিলীপ বিশ্বাস
- সুরকার: ইমন সাহা
- গীতিকার: কবির বকুল
- চিত্রগ্রাহক: আবুল খায়ের
- সম্পাদক: মিন্টু
- পরিবেশক: গীতি চিত্রকথা
প্রযুক্তিগত বিস্তারিত
- ফরম্যাট: ৩৫ মি.মি. (রঙ্গিন)
- রিল: ১৩ প্যান্স
- মূল ভাষা: বাংলা
- মূল দেশ:
বাংলাদেশ
- মুক্তি: ২০০৬
- প্রযুক্তিগত সমর্থন: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)
সঙ্গীত
মায়ের মর্যাদা | |
---|---|
ইমন সাহা কর্তৃক সঙ্গীত | |
মুক্তির তারিখ | ২০০৬ |
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত |
প্রযোজক | জি সিরিজ |
মায়ের মর্যাদা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইমন সাহা
তথ্যসূত্র
- "Humayun Faridee makes his last bow"। bdnews24.com। ১৩ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭।
- Shazu, Shah Alam (৩১ আগস্ট ২০১০)। "'I dissolve my woes through acting'"। The Daily Star। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.