মায়ের আঁচল

মায়ের আঁচল একটি বাংলা চলচ্চিত্র, এর পরিচালক অনুপ সেনগুপ্ত এবং এসকে মুভিজ ব্যানারের অধীনে অপূর্ব সেনগুপ্ত দ্বারা নির্মিত। এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, তাপস পাল এবং অভিষেক চট্টোপাধ্যায়। সঙ্গীত রচনা করেছেন অশোক ভাদ্র।[1]

মায়ের আঁচল
পরিচালকঅনুপ সেনগুপ্ত
প্রযোজকঅপূর্ব সেনগুপ্ত
শ্রেষ্ঠাংশেপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়
রঞ্জিত মল্লিক
তাপস পাল
অভিষেক চট্টোপাধ্যায়
শঙ্কর চক্রবর্তী
অনামিকা সাহা
লকেট চট্টোপাধ্যায়
সুরকারঅশোক ভাদ্র
প্রযোজনা
কোম্পানি
মুক্তি২০০৩
দেশভারত
ভাষাবাংলা

অভিনয়ে

সংগীত

মায়ের আঁচল
অশোক ভাদ্র কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০০৩
ঘরানাছবির গান
দৈর্ঘ্য২৬:৫৭
অশোক ভাদ্র কালক্রম
সবুজ সাথী
(২০০৩)
মায়ের আঁচল
(২০০৩)
কর্তব‍্য
(২০০৩)

সবগুলি গানের সুরকার অশোক ভাদ্র[2]

নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."জিতে গেছি" ৪:৩৩
২."লজ্জা করে লজ্জা করে"শ্রেয়া ঘোষাল২:২৭
৩."মিষ্টি হাসির ছলকানিতে" ৪:৪৮
৪."রাতের আলো ছায়ায়" ৫:৪০
৫."বম্বলে" ৫:২৩
৬."বিধিরে রেখো না গো" ৪:০৬
৭."আমি এক গাঁয়ের ছেলে" ৪:৪৯
মোট দৈর্ঘ্য:২৬:৫৭

তথ্যসূত্র

  1. "Mayer Anchal (2003)"Gomolo। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৩
  2. "Mayer Anchal songs"Gomolo। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৩

[1]

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.