মানো ইয়া না মানো (১৯৯৫-এর টেলিভিশন ধারাবাহিক)
মানো ইয়া না মানো হলো হিন্দি ভাষার একটি জনপ্রিয় লোমহর্ষক টেলিভিশন ধারাবাহিক, যেটি পরিচালনা করেছেন রাজেশ রণশিঙ্গে। ১৯৯৫ সালে জি টিভি চ্যানেলে সম্প্রচারিত হওয়া শুরু এবং ১৯৯৯ সালে এ শেষ হয়।[1]
মানো ইয়া না মানো | |
---|---|
নির্মাতা | বালাজী টেলিফিল্ম |
পরিচালক | রাজেশ |
উদ্বোধনী সঙ্গীত | "মানো ইয়া না মানো" |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ২ |
পর্বের সংখ্যা | ১০০৪ |
নির্মাণ | |
প্রযোজক |
|
সম্পাদক | ধর্মেশ শাহ |
ব্যাপ্তিকাল | ২৩ মিনিট |
নির্মাণ কোম্পানি | বালাজী টেলিফিল্ম |
পরিবেশক | জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জি টিভি |
মূল মুক্তির তারিখ | ১৬ জুন ১৯৯৫ – ১৯৯৯ |
পর্বের তালিকা
পর্ব নং | শিরোনাম | পরিচালক | শ্রেষ্ঠাংশে |
---|---|---|---|
১-৫ | কাল সর্প | রাজেশ রণশিঙ্গে | মনীষা উসগাঁওকর • মনীশ নাগপাল • পরেশ পঞ্চমতিয়া • ভাই রবি • পদ্মা রানী • শরদ শর্মা |
৬-১০ | আনহোনি | স্মিতা তালওয়ালকার | রাজেশ আগরওয়াল • অঞ্জলি রাজপুত • প্রশান্ত সুবেদার • সতীশ পুলেকর • শ্রীকান্ত মোগে • শ্রীকান্ত দেশাই • আশালতা • উমেশ সি. রায় • অশোক পহেলওয়ান • বীণা দেশাই |
পর্বের নাম - কবজা
শ্রেষ্ঠাংশে: দুর্গা জশরাজ, শেফালী শাহ, অশ্বিন কৌশল, সুহাগ দিওয়ান, হেমা দিওয়ান, ফাইয়াজ শেখ, মনিকা গডবোলে, কিশোর ভাট, প্রেম রাজ, শারদ শর্মা, দীপালি ও যোগীতা
পরিচালনায়: হমি ওয়াদিয়া
পর্বের নাম - রিমা
শ্রেষ্ঠাংশে: রিমা, হমি ওয়াদিয়া, অঙ্কিতা নিগম, প্রশান্ত ভাট, বিনীত কুমার, মঙ্গলা কেঁকরে, ভৈরবী রাইচুড়া, পরেশ পঞ্চমতিয়া, কুকুল তারমাস্টার, অপূর্বা আচার্য & রোহিণী হট্টঙ্গডি
পরিচালনায়: হমি ওয়াদিয়া
পর্বের নাম - পারছাই[2]
শ্রেষ্ঠাংশে: টিনু আনন্দ, সুধাংশু পান্ডে, আশা শর্মা, রাগিনী, অচলা সচদেব, কিশোরী কুলকার্নি ও এভা গ্রোভার
পরিচালনায়: পবন এস কৌল
পর্বের নাম - অনুমান
শ্রেষ্ঠাংশে: শিবাজী সতম, সঙ্গীতা হাঁদা, কিরণ কর্মকার, অনিরুধ আগরওয়াল
পর্বের নাম - বাশ
শ্রেষ্ঠাংশে: আল্য খান, রেশম টিপনিস, ইমতিয়াজ খান, সুনীল রেগে
পর্বের নাম - সৌতেন[3]
পর্বের নাম - ডর[4]
তথ্যসূত্র
- "Balaji Telefilms: "Starting from Scratch""। ICMR India। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১৭।
- Mano Ya Na Mano Web Series Full Episode 04 | Classic Hindi TV Serial | Zee TV (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫
- Mano Ya Na Mano Web Series Full Episode 36 | Classic Hindi TV Serial | Zee TV (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫
- Mano Ya Na Mano Web Series Full Episode 34 | Classic Hindi TV Serial | Zee TV (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মানো ইয়া না মানো (ইংরেজি)