মানিকগঞ্জ সদর উপজেলা
মানিকগঞ্জ সদর বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
মানিকগঞ্জ সদর | |
---|---|
উপজেলা | |
![]() ![]() মানিকগঞ্জ সদর ![]() ![]() মানিকগঞ্জ সদর | |
স্থানাঙ্ক: ২৩°৫০′৫১″ উত্তর ৯০°০′২৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ২১৪.৮১ বর্গকিমি (৮২.৯৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২,৬১,৬২২ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৫৬ ৪৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
মানিকগঞ্জ সদর উপজেলা (মানিকগঞ্জ জেলা) আয়তন: ২১৪.৮১ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪২´ থেকে ২৩°৫৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫৮´ থেকে ৯০°০৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সাটুরিয়া উপজেলা, দক্ষিণে নবাবগঞ্জ উপজেলা ও হরিরামপুর উপজেলা, পূর্বে সিঙ্গাইর উপজেলা ও ধামরাই উপজেলা, পশ্চিমে হরিরামপুর উপজেলা ও ঘিওর উপজেলা।
প্রশাসনিক এলাকা
মানিকগঞ্জ সদর উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে।
পৌরসভা হচ্ছে -
এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -
শিক্ষা
দুইটি সরকারি কলেজ রয়েছে এছাড়া আর কয়েকটি বেসরকারি কলেজ রয়েছে। টেকনিক্যাল কলেজ আছে একটি ও সরকারি হাই স্কুল দুই টি।
- সরকারি দেবেন্দ্র কলেজ
- সরকারি মহিলা কলেজ
- মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
- মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- মানিকগঞ্জ মেডিকেল কলেজ]]
- লেবুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়
- বেতিলা হাই স্কুল এন্ড কলেজ
- ইতকান ইন্টারন্যাশনাল স্কুল
- মুন্নু মেডিকেল কলেজ,হাসপাতাল
শিক্ষার হার
শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫১.৫৭%; পুরুষ ৫৬.৬৬%, মহিলা ৪৬.৫৪%।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- অমর্ত্য সেন - নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ;
- মুনির চৌধুরী - নাট্যকার ও সাহিত্যিক।
ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ মানিকগঞ্জ জামে মসজিদ, শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি (১৮৯৫), রজনী ভবন ও ঝোভাত ভবন (গঙ্গাধর পট্টি), মত্ত মঠ (১৮৯৪), নারায়ণ সাধুর আশ্রম (১৩৪৮ বঙ্গাব্দ), ইসু বাবুর কাচারি (হিজুলী), শিববাড়ি মন্দির, বাইমাইলের নীলকুঠি, মেন্দীবাগ মাঠ, ইতকান স্কুল
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মানিকগঞ্জ সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।