মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় ০৫টি জোনাল অফিস, ০২টি সাব-জোনাল অফিসের[2] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ৭ জানুয়ারি, ১৯৯৩ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ০৩ আগস্ট, ১৯৯৩ সালে।
মানিকগঞ্জ পবিস | |
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ৭ জানুয়ারি ১৯৯৩ |
ধরন | সরকারি |
আইনি অবস্থা | সক্রিয় |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | বাগজান, মানিকগঞ্জ |
যে অঞ্চলে | মানিকগঞ্জ জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
সিনিয়র জেনারেল ম্যানেজার | প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মৃধা[1] |
অনুমোদন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | pbs |
ইতিহাস
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে। এ সমিতির অধীনে মানিকগঞ্জ জেলা, ০৭টি উপজেলা, ৬২টি ইউনিয়ন ও ১৩২৪টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর মানিকগঞ্জ জেলার বাগজানে অবস্থিত।
জোনাল অফিস সমূহ
এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- মানিকগঞ্জ জোনাল অফিস[3]
- সিংগাইর জোনাল অফিস[4]
- ঘিওর জোনাল অফিস[5]
- সাটুরিয়া জোনাল অফিস[6]
- হরিরামপুর জোনাল অফিস[7]
সাব-জোনাল অফিস
- দৌলতপুর সাব-জোনাল অফিস
- শিবালয় সাব-জোনাল অফিস
গ্রাহক সংখ্যা
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে চার লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।
অন্যান্য তথ্য
- মোট আয়তন: ১৪৪৫ বর্গ কিলোমিটার
- সিস্টেম লস: ৬.২০% (নভেম্বর, ২০২২ পর্যন্ত)
- উপকেন্দ্রের সংখ্যা: ১২টি
- মোট নির্মিত লাইন: ৭১৪৭.৮৫৯ কিলোমিটার
তথ্যসূত্র
- "অফিস প্রধান, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি"। pbs.manikganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৬।
- "একনজরে, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি"। pbs.manikganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৬।
- "মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.sadar.manikganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৬।
- "সিংগাইর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.singiar.manikganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৬।
- "ঘিওর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.gior.manikganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৬।
- "সাটুরিয়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.saturia.manikganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৬।
- "হরিরামপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.harirampur.manikganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.