মানিকগঞ্জ-১

মানিকগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬৮নং আসন। শিবালয়, ঘিওরদৌলতপুর নিয়েই মানিকগঞ্জ -১ আসন।

মানিকগঞ্জ-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলামানিকগঞ্জ জেলা
বিভাগঢাকা বিভাগ
জনসংখ্যা৭,৪৬,০৭৮ জন (প্রায়)
মোট ভোটার৩,৮৪,৫৮৭ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদনাইমুর রহমান দুর্জয়

আয়তন

মানিকগঞ্জ - ১ আসনের আয়তন ৫৮৪.২৭ বর্গ কিলোমিটার। শিবালয় (১৯৯.১৮ বর্গ কিলোমিটার), ঘিওর (১৪৫.৯৫ বর্গ কিলোমিটার) ও দৌলতপুর (২৩৯.১৪ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

মানিকগঞ্জ - ১ আসনের সর্বমোট জনসংখ্যা ৭,৪৬,০৭৮ জন (প্রায়)। শিবালয় - ১,৭১,৮৭৩ জন (প্রায়), পুরুষ - ৮৫,২১৬ জন (প্রায়), নারী - ৮৬,৬৫৭ জন (প্রায়) ঘিওর - ১,৪৬,২৯২ জন (প্রায়), পুরুষ - ৭১,২৯৪ জন (প্রায়), নারী - ৭৪,৯৯৮ জন (প্রায়)ও দৌলতপুর - ৪,২৭,৮৯৫ জন (প্রায়), পুরুষ - ২,০২,৩৮৬ জন (প্রায়), নারী - ২,২৫,৫২৭ জন (প্রায়)।

সীমানা

মানিকগঞ্জ-১ আসনটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা শিবালয় উপজেলাঘিওর উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ সিদ্দিকুর রহমান জাতীয় পার্টি[3][4]
১৯৯১ খোন্দকার দেলোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ খোন্দকার দেলোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৬ খোন্দকার দেলোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ খোন্দকার দেলোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ এবিএম আনোয়ারুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০১৪: মানিকগঞ্জ-১[5]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ নাইমুর রহমান দুর্জয় ৮১,১২৭ ৮৫.০ +৩০.৪
জাসদ (রব) আফজাল হোসেন খান জকি ১৪,৩০০ ১৫.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬৬,৮২৭ ৭০.০ +৫৩.৪
ভোটার উপস্থিতি ৯৫,৪২৭ ২৭.৮ -৬১.৮
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: মানিকগঞ্জ-১[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ এবিএম আনোয়ারুল হক ১,৪৭,৩২২ ৫৪.৬ +১৫.২
বিএনপি খন্দকার দেলোয়ার হোসেন ১,০২,৪১২ ৩৭.৯ -১৮.৬
স্বতন্ত্র তোজাম্মেল হক ২০,২২৮ ৭.৫ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪৪,৯১০ ১৬.৬ -০.৫
ভোটার উপস্থিতি ২,৬৯,৯৬২ ৮৯.৬ +১৪.৯
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: মানিকগঞ্জ-১[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খন্দকার দেলোয়ার হোসেন ৮৫,৪৪৭ ৫৬.৫ +১৮.০
আওয়ামী লীগ আবদুস সালাম ৫৯,৫৪১ ৩৯.৪ +১০.৭
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মো: আফজাল হোসেন ৫,৩০৮ ৩.৫ প্র/না
কেএসজেএল মেহেদী রফি ৫৩০ ০.৪ প্র/না
কমিউনিস্ট পার্টি আফসার উদ্দিন আহমদ ১৮৮ ০.১ প্র/না
জাতীয় পার্টি মো: খন্দকার আজিজ মিয়া ৮৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৫,৯০৬ ১৭.১ +৭.৩
ভোটার উপস্থিতি ১,৫১,১০০ ৭৪.৭ -৩.৩
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: মানিকগঞ্জ-১[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খন্দকার দেলোয়ার হোসেন ৪৪,৫০২ ৩৮.৫ -৮.৬
আওয়ামী লীগ এএম সাইদুর রহমান ৩৩,১৬১ ২৮.৭ +৮.২
জাতীয় পার্টি আবদুল মালেক ২৯,৯২৯ ২৫.৯ +১৫.৬
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) আফজাল হোসেন খান জকি ৩,৪৬৬ ৩.০ প্র/না
জামায়াতে ইসলামী তাজুল ইসলাম ১,৯৮১ ১.৭ -৪.১
ইসলামী ঐক্য জোট মো: বাকী বিল্লাহ ১,৪৭৫ ১.৩ প্র/না
স্বতন্ত্র দুলাল কুমার বিশ্বাস ৫৩২ ০.৫ +০.৪
গণফোরাম মো: ফজলুর রহমান মোল্লা ২৯০ ০.৩ প্র/না
জাকের পার্টি মো: সাফীউদ্দিন বিশ্বাস ২৫৩ ০.২ -১.৩
সংখ্যাগরিষ্ঠতা ১১,৩৪১ ৯.৮ -১৬.৮
ভোটার উপস্থিতি ১,১৫,৫৮৯ ৭৮.০ +২২.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: মানিকগঞ্জ-১[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খন্দকার দেলোয়ার হোসেন ৪৬,৮১৭ ৪৭.১
আওয়ামী লীগ সিদ্দিকুর রউফ খান ২০,৪১৫ ২০.৫
জাতীয় পার্টি আফজাল হোসেন ১০,২১৪ ১০.৩
স্বতন্ত্র নূরুল আমিন ৬,৭০১ ৬.৭
জামায়াতে ইসলামী তাজুল ইসলাম ৫,৭৩৬ ৫.৮
স্বতন্ত্র আজিজ উল্লাহ ১,৭২০ ১.৭
স্বতন্ত্র বাবু মিয়া ১,৬৬৯ ১.৭
জাকের পার্টি লুৎফর রহমান খান ১,৫১৫ ১.৫
জাসদ আনিসুর রহমান ১,৩৪০ ১.৩
কমিউনিস্ট পার্টি আব্দুর রহামন দরজি মিনু ১,২৭৭ ১.৩
বাংলাদেশ জনতা পার্টি এটিএম জহির আলম খথান লোদি ১,২৪৬ ১.৩
স্বতন্ত্র আসার উদ্দিন ৩৮৩ ০.৪
স্বতন্ত্র বেগম তৌফিক করিম ১৭৬ ০.২
স্বতন্ত্র দুলাল কুমার বিশ্বাস ১৪৭ ০.১
স্বতন্ত্র মো:আবুল কাশেম ৬৩ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২৬,৪০২ ২৬.৬
ভোটার উপস্থিতি ৯৯,৪১৯ ৫৫.৮
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "Manikganj-1"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.