মানব গোহিল

মানব গোহিল (জন্ম: ৯ নভেম্বর ১৯৭৪)[2] হচ্ছেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা, যিনি এক দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র শিল্পে আছেন। তিনি স্টার প্লাসে সম্প্রচারিত হিন্দি নাটক কাহিনী ঘর ঘর কি-এ অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিত অর্জন করেন। একই সাথে তিনি নাচ বলিয়ে ২ এবং সনি টিভিতে প্রচারিত সিআইডিতে উপস্থিত হয়েছেন। বর্তমানে তিনি সাব টিভিতে প্রচারিত তেনালি রামাতে কৃষ্ণদেবআর‍্যার চরিত্রে অভিনয় করছেন।

মানব গোহিল
मानव गोहिल
২০১০ সালে জি রিশতে পুরস্কারে মানব গোহিল
জন্ম (1974-11-09) ৯ নভেম্বর ১৯৭৪
সুরেন্দ্রনগর, গুজরাত, ভারত[1]
জাতীয়তা ভারতীয়
পেশাঅভিনেতা
আদি নিবাসসুরেন্দ্রনগর, গুজরাত, ভারত
উচ্চতা1.75 m
দাম্পত্য সঙ্গীশ্বেতা কাওয়াত্রা (২০০৪–বর্তমান)
সন্তানজাহরা তাবিথা (জ. ২০১২)

অভিনয়ের তালিকা

চলচ্চিত্র

সাল চলচ্চিত্র চরিত্র ভাষা
২০১৩সপ্তপদীসিদ্ধার্থ সাংভিগুজরাটি
লাভ ইউ সনিয়েপারমিন্দর (বিশেষ উপস্থিতি)পাঞ্জাবি
২০১৭ধান্ত্য ওপেনপ্রকাশ শাহগুজরাটি

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল
২০০০–০১কাহিনী ঘর ঘর কিবিক্রমস্টার প্লাস
২০০১–০২কুসুমবিশাল মেহরাসনি টিভি
কাসৌটি জিন্দেগী কেপ্রবীণ সেনগুপ্তাস্টার প্লাস
২০০২–০৩শসসস... কোয়ি হ্যায়ক্যাপ্টেন কিষন
২০০৩কাহিনী তেরি মেরিধ্রুবসনি টিভি
সারা আকাশফ্লাইট লেফটেন্যান্ট যতীন গোহিলস্টার প্লাস
২০০৪মনষারোহিতজি টিভি
২০০৪–০৫আয়ুষ্মানডাক্তার মায়াঙ্কসনি টিভি
সিআইডিইন্সপেক্টর দাকশ
২০০৫–০৬রিমিক্সদেবাশীষ মিত্রস্টার ওয়ান
২০০৬সরকার – রিশতো কি আনকাহি কাহিনীলক্ষ্যজি টিভি
নাচ বলিয়ে ২প্রতিযোগীস্টার ওয়ান
ভৈদেহীনীলসনি টিভি
২০০৬–০৭বেটিয়া আপনি ইয়া পারায়া ধনকরণস্টার ওয়ান
২০০৭–০৮সার্থিশ্যামস্টার প্লাস
২০০৭–০৯নাগিনকিং নাগ / নাগরাজজি টিভি
২০০৯–১১আগলে জনম মোহে বিটিয়া হি কিজোশৈলেন্দ্র কুমার
২০১২–১৪দ্য বাডি প্রজেক্টঅনিরুধ "জঙ্গলী" জৈতলিচ্যানেল ভি
২০১৩দেবো কে দেব... মহাদেবআনঢাকালাইফ ওকে
আদালতঅভিনব শেখাওয়াতসনি টিভি
২০১৩–১৪খেলতি হ্যায় জিন্দেগী আঁখ মিচলিসঞ্জয়জি টিভি
২০১৪–১৬যম হ্যায় হামযমরাজসাব টিভি
২০১৫বারি দূর সে আয়ি হ্যায়
২০১৬খিচড়িঅলোক নাথ
২০১৭তেনালি রামাকৃষ্ণদেবআর‍্যা

তথ্যসূত্র

  1. "Manav Gohil"Gujaratnow.com। ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫
  2. "Happy Birthday to Manav, Shalini, Payal, Malhar, Pankaj and Tanvi"। www.tellychakkar.com। ৯ নভেম্বর ২০১২। ১১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-২৫

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.