মানব গোহিল
মানব গোহিল (জন্ম: ৯ নভেম্বর ১৯৭৪)[2] হচ্ছেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা, যিনি এক দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র শিল্পে আছেন। তিনি স্টার প্লাসে সম্প্রচারিত হিন্দি নাটক কাহিনী ঘর ঘর কি-এ অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিত অর্জন করেন। একই সাথে তিনি নাচ বলিয়ে ২ এবং সনি টিভিতে প্রচারিত সিআইডিতে উপস্থিত হয়েছেন। বর্তমানে তিনি সাব টিভিতে প্রচারিত তেনালি রামাতে কৃষ্ণদেবআর্যার চরিত্রে অভিনয় করছেন।
মানব গোহিল | |
---|---|
मानव गोहिल | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
আদি নিবাস | সুরেন্দ্রনগর, গুজরাত, ভারত |
উচ্চতা | 1.75 m |
দাম্পত্য সঙ্গী | শ্বেতা কাওয়াত্রা (২০০৪–বর্তমান) |
সন্তান | জাহরা তাবিথা (জ. ২০১২) |
অভিনয়ের তালিকা
চলচ্চিত্র
সাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা |
---|---|---|---|
২০১৩ | সপ্তপদী | সিদ্ধার্থ সাংভি | গুজরাটি |
লাভ ইউ সনিয়ে | পারমিন্দর (বিশেষ উপস্থিতি) | পাঞ্জাবি | |
২০১৭ | ধান্ত্য ওপেন | প্রকাশ শাহ | গুজরাটি |
টেলিভিশন
সাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০০০–০১ | কাহিনী ঘর ঘর কি | বিক্রম | স্টার প্লাস |
২০০১–০২ | কুসুম | বিশাল মেহরা | সনি টিভি |
কাসৌটি জিন্দেগী কে | প্রবীণ সেনগুপ্তা | স্টার প্লাস | |
২০০২–০৩ | শসসস... কোয়ি হ্যায় | ক্যাপ্টেন কিষন | |
২০০৩ | কাহিনী তেরি মেরি | ধ্রুব | সনি টিভি |
সারা আকাশ | ফ্লাইট লেফটেন্যান্ট যতীন গোহিল | স্টার প্লাস | |
২০০৪ | মনষা | রোহিত | জি টিভি |
২০০৪–০৫ | আয়ুষ্মান | ডাক্তার মায়াঙ্ক | সনি টিভি |
সিআইডি | ইন্সপেক্টর দাকশ | ||
২০০৫–০৬ | রিমিক্স | দেবাশীষ মিত্র | স্টার ওয়ান |
২০০৬ | সরকার – রিশতো কি আনকাহি কাহিনী | লক্ষ্য | জি টিভি |
নাচ বলিয়ে ২ | প্রতিযোগী | স্টার ওয়ান | |
ভৈদেহী | নীল | সনি টিভি | |
২০০৬–০৭ | বেটিয়া আপনি ইয়া পারায়া ধন | করণ | স্টার ওয়ান |
২০০৭–০৮ | সার্থি | শ্যাম | স্টার প্লাস |
২০০৭–০৯ | নাগিন | কিং নাগ / নাগরাজ | জি টিভি |
২০০৯–১১ | আগলে জনম মোহে বিটিয়া হি কিজো | শৈলেন্দ্র কুমার | |
২০১২–১৪ | দ্য বাডি প্রজেক্ট | অনিরুধ "জঙ্গলী" জৈতলি | চ্যানেল ভি |
২০১৩ | দেবো কে দেব... মহাদেব | আনঢাকা | লাইফ ওকে |
আদালত | অভিনব শেখাওয়াত | সনি টিভি | |
২০১৩–১৪ | খেলতি হ্যায় জিন্দেগী আঁখ মিচলি | সঞ্জয় | জি টিভি |
২০১৪–১৬ | যম হ্যায় হাম | যমরাজ | সাব টিভি |
২০১৫ | বারি দূর সে আয়ি হ্যায় | — | |
২০১৬ | খিচড়ি | অলোক নাথ | |
২০১৭ | তেনালি রামা | কৃষ্ণদেবআর্যা |
তথ্যসূত্র
- "Manav Gohil"। Gujaratnow.com। ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।
- "Happy Birthday to Manav, Shalini, Payal, Malhar, Pankaj and Tanvi"। www.tellychakkar.com। ৯ নভেম্বর ২০১২। ১১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-২৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.