মানব কঙ্কালে অস্থিসমূহের তালিকা
একজন প্রাপ্তবয়স্ক মানব কঙ্কালে ২০৬ থেকে ২০৮ টি অস্থি রয়েছে৷ উরঃফলকের তিনটি অংশ তথা উরঃফলক হাতলদণ্ড (ম্যানুব্রিয়াম), উরঃফলকক্ষেত্র (বডি অব স্টারনাম) এবং উরঃফলক খণ্ডাকে (ক্সাইফয়েড প্রসেস) তিনটি ভিন্ন বা একটি অস্থি গণ্য করার ওপর ভিত্তি করে এই সংখ্যা পরিবর্তন হয়ে থাকে৷[1] তবে একটি শিশু যখন জন্ম নেয় তখন তার দেহে ২৭০ টির মতো অস্থি থাকে। বয়স বাড়ার সাথে সাথে কতকগুলো অস্থি একসাথে যুক্ত হয়ে নতুন অস্থি গঠন করে এবং ২০৬টি অস্থি নিয়ে প্রাপ্তবয়স্ক পূর্ণাঙ্গ দেহ গঠিত হয়।
অস্থিসমূহ
মেরুদণ্ড (কশেরুকার স্তম্ভ)
একজন পূর্ণ বয়স্ক মানুষের মেরুদণ্ডে ২৬ টি কশেরুকা রয়েছে, যদিও কোনো সদ্যজাতের মেরুদণ্ড ৩৩ টি কশেরুকা নিয়ে গঠিত৷
- গ্রীবাদেশীয় কশেরুকা (সার্ভাইকাল ভার্টিব্রা) - ৭টি অস্থি
- বক্ষদেশীয় কশেরুকা (থোরাসিক ভার্টিব্রা) - ১২টি অস্থি
- কটিদেশীয় কশেরুকা (লাম্বার ভার্টিব্রা) - ৫টি অস্থি
- ত্রিকাস্থি কশেরুকা (স্যাক্রাল ভার্টিব্রা) - জন্মের সময়ে সংখ্যায় ৫টি অস্থি থাকলেও বয়ঃসন্ধিকালে তা পরষ্পর যুক্ত হয়ে ১টি অস্থিতে পরিণত হয়৷
- অনুত্রিকাস্থি কশেরুকা (কক্সিজিয়াল ভার্টিব্রা) - জন্মের সময়ে ৪টি অস্থি থাকলেও বয়ঃসন্ধিকালে তা পরষ্পর যুক্ত হয়ে ১টি অস্থিতে পরিণত হয়৷ বিদ্বজ্জনের মধ্যে এটি নিয়ে মত বিরোধ হয়েছে, কারো মতে শুরু থেকেই এটি একটি অস্থি, দুটি বা তিনটি অস্থি থাকার মতামতও কেউ কেউ দিয়ে থাকেন৷ নিবন্ধটিতে সর্বাধিকগ্রাহ্য মতামত, একটি অস্থি হিসাবে গণ্য করা হয়েছে৷
বক্ষদেশ
সাধারণভাবে মানব কঙ্কালের বক্ষদেশে ২৬টি অস্থি রয়েছে৷ কিছু ক্ষেত্রে মানবদেহে অস্বাভাবিক গ্রীবাদেশীয় পর্শুকা (সার্ভাইকাল রিব) লক্ষ্য করা গেলেও সরীসৃপ সহ একাধিক অন্যপর্বের প্রাণীর ক্ষেত্রে এটি স্বাভাবিক৷ বক্ষদেশীয় অস্থিগুলি হলো,
- অধোজিহ্বাস্থি (হাইওয়েড বোন) - ১টি
- উরঃফলক (স্টারনাম) -১টি
- বক্ষঃপঞ্জর (রিব কেজ) - বারোটি জোড়ায় ২৪টি পর্শুকা বা পঞ্জরাস্থি বক্ষদেশীয় কশেরুকা থেকে সৃৃষ্টি হয়ে দেহের সম্মুখভাগে শেষ হয়৷
- প্রকৃৃৃত পর্শুকা - সাতটি জোড়ায় ১৪টি পর্শুকা বক্ষদেশীয় কশেরুকা থেকে পঞ্জর তরুণাস্থির মাধ্যমে উরঃফলকে এসে মিলিত হয়৷
- ছদ্ম পর্শুকা - তিনটি জোড়ায় ৬টি পর্শুকা বক্ষদেশীয় কশেরুকা থেকে সৃৃষ্ট হয়ে পঞ্জর তরুণাস্থির মাধ্যমে সপ্তম পর্শুকাজোড়ে এসে মিলিত হয়৷
- ভাসমান পর্শুকা - দুইটি জোড়ায় ৪টি পর্শুকা বক্ষদেশীয় কশেরুকা থেকে সৃৃষ্ট হয়ে ভাসমান অবস্থায় রয়েছে৷
- গ্রীবাদেশীয় পর্শুকা মানবদেহের অস্বাভাবিক অতিরিক্ত পর্শুকা
মস্তক
মানব খুলিতে ২২ টি অস্থি রয়েছে৷ মধ্যকর্ণাস্থি গুলিকে যুক্ত করতে মাথায় সমগ্র অস্থি সংখ্যা হয় ২৮ টি৷
- করোটিকাস্থিসমূহ - ৮টি অস্থির সমন্বয়ে গঠিত
- পশ্চাৎললাটাস্থি (অক্সিপিটাল বোন) - ১টি অস্থি
- পার্শ্বললাটাস্থি (প্যারাইটাল বোন) - ২টি অস্থি
- ললাটাস্থি (ফ্রন্টাল বোন) - ১টি অস্থি
- মহাশঙ্খাস্থি (টেম্পোরাল বোন) - ২টি অস্থি
- পতঙ্গাস্থি (স্ফেনয়েড বোন) - ১টি অস্থি
- বহুচ্ছিদ্রাস্থি (এথময়েড বোন) - ১টি অস্থি
- আননাস্থিসমূহ ১৪টি অস্থির সমন্বয়ে গঠিত
- নাসিক্যাস্থি (নাসাল বোন) - ২টি অস্থি
- ঊর্ধ্বচর্বণাস্থি বা উর্দ্ধ চোয়াল (ম্যাক্সিলা) - ২টি অস্থি
- ক্লিন্নবর্ত্মাস্থি (ল্যাক্রিমাল বোন) - ২টি অস্থি
- কপোলাস্থি বা গণ্ডাস্থি (জাইগোম্যাটিক বোন) - ২টি অস্থি
- তালব্যাস্থি (প্যালাটাইন বোন) - ২টি অস্থি
- নাসিক্য শুক্ত্যস্থি (নাসাল কঙ্কা বোন) - ২টি অস্থি
- সীতাস্থি (ভোমার বোন) - ১টি অস্থি
- অধোচর্বণাস্থি (ম্যাণ্ডিবল) - ১টি অস্থি
- মধ্যকর্ণ - উভয় মধ্যকর্ণে ৩টি করে মোট তিন জোড়া অস্থি রয়েছে৷
- মুদ্গরাস্থি (মেলিয়াস) - ২টি অস্থি
- শূর্মিকাস্থি (ইনকাস) - ২টি অস্থি
- পাদফলাস্থি (স্টেপিস) - ২টি অস্থি
অগ্রপদ
উভয় বাহুতে ৩২টি করে সর্বমোট ৬৪টি অস্থি রয়েছে৷
- উর্দ্ধবাহু - প্রতিটি উর্দ্ধবাহুতে তিনটি করে মোট তিন জোড়া অস্থি রয়েছে
- প্রগণ্ডাস্থি (হিউমেরাস) - ২টি অস্থি
- উরশ্চক্র (পেক্টোরাল গার্ডেল)
- অগ্রবাহু - প্রতিটি নিম্নবাহুতে দুটি করে মোট দুই জোড়া অস্থি রয়েছে
- অন্তঃপ্রকোষ্ঠাস্থি (আলনা) - ২টি অস্থি
- বহির্প্রকোষ্ঠাস্থি (রেডিয়াস) - ২টি অস্থি
- হাত - ২৭টি করে সর্বমোট ৫৪টি অস্থি রয়েছে৷
- মণিবন্ধাস্থিসমূহ (কারপাল বোনস) - উভয় হাতে ৮টি করে মোট ১৬টি মণিবন্ধাস্থি রয়েছে৷
- বর্তনাস্থি (স্ক্যাফয়েড) - ২টি অস্থি
- অর্ধচন্দ্রাস্থি (লুনেট) - ২টি অস্থি
- ত্রিকোণাস্থি (ট্রাইকুয়েট্রাল) - ২টি অস্থি
- হরেণ্বস্থি (পিসিফর্ম) - ২টি অস্থি
- ফলকাস্থি (ট্রাপেজিয়াম) - ২টি অস্থি
- অনুফলকাস্থি (ট্রাপেজয়েড) - ২টি অস্থি
- শিরস্কাস্থি (ক্যাপিটেট) - ২টি অস্থি
- অঙ্কুশাস্থি (হ্যামেট) - ২টি অস্থি
- হস্তশলাকাস্থিসমূহ (মেটাকারপাস) - উভয় হাতে ৫টি করে মোট ১০টি অস্থি
- অঙ্গুল্যস্থিসমূহ (ফ্যালাঞ্জেস) - উভয় হাতে ১৪টি করে মোট ২৮টি অস্থি
- নিকটবর্তী অঙ্গুল্যস্থিসমূহ - উভয় হাতে ৫টি করে মোট ১০টি অস্থি
- মধ্যবর্তী অঙ্গুল্যস্থিসমূহ - উভয় হাতে ৪টি করে মোট ৮টি অস্থি
- দূরবর্তী অঙ্গুল্যস্থিসমূহ - উভয় হাতে ৫টি করে মোট ১০টি অস্থি
- মণিবন্ধাস্থিসমূহ (কারপাল বোনস) - উভয় হাতে ৮টি করে মোট ১৬টি মণিবন্ধাস্থি রয়েছে৷
শ্রোণিচক্র
শ্রোণিচক্রটি নিতম্বাস্থি বা হিপ বোন নিয়ে গঠিত৷ নিতম্বাস্থির তিন অংশ পরষ্পর যুক্ত হয়ে দেহের উভয় পার্শ্বেদুটি অস্থি তৈরী হয়েছে৷ অংশ তিনটি হলো, নিতম্বাস্থিপক্ষ (ইলিয়াম), নিতম্বাস্থিযোজক (ইশ্চিয়াম) এবং উপস্থনিতম্বাস্থি (পিউবিস)৷
ত্রিকাস্থি ও অনুত্রিকাস্থি উভয় নিতম্বাস্থির সাথে যুকত হয়ে মানব শ্রোণিচক্র গঠন কর৷
পশ্চাৎপদ
পশ্চাৎপদে ৩০ টি করে উভয় পায়ে মোট ৬০ টি অস্থি রয়েছে৷
- ঊর্বস্থি (ফিমার) - ২টি অস্থি
- চক্রিকাস্থি বা মালাইচাকি (প্যাটেলা) - ২টি অস্থি
- জঙ্ঘাস্থি (টিবিয়া) - ২টি অস্থি
- অনুজঙ্ঘাস্থি (ফিবিউলা) - ২টি অস্থি
- চরণ - প্রতিটি চরণে ২৬টি করে সর্বমোট ৫২টি অস্থি রয়েছে৷
- গুল্ফাস্থিসমূহ (টারসাস) - প্রতি চরণে ৭ টি করে মোট ১৪টি গুল্ফাস্থি অস্থি রয়েছে
- পার্ষ্ণিকাস্থি (ক্যালকেনিয়াস) - ২টি অস্থি
- আনতাস্থি (ট্যালাস) - ২টি অস্থি
- নৌকাস্থি (নেভিকুলার) - ২টি অস্থি
- কীলকাস্থিসমূহ (কিউনিফর্ম বোনস) - ৬টি অস্থি
- পার্শ্বিক কীলকাস্থি (ল্যাটেরাল কিউনিফর্ম) - ২ টি অস্থি
- অন্তর্বর্তী কীলকাস্থি (ইন্টারমিডিয়েট কিউনিফর্ম) - ২ টি অস্থি
- মাধ্যিক কীলকাস্থি (মিডিয়াল কিউনিফর্ম) - ২ টি অস্থি
- ঘনকাস্থি (কিউবয়েড) - ২টি অস্থি
- পদশলাকাস্থিসমূহ (মেটাটারসাস)
- অঙ্গুল্যস্থিসমূহ (ফ্যালাঞ্জেস) - উভয় হাতে ১৪টি করে মোট ২৮টি অস্থি
- নিকটবর্তী অঙ্গুল্যস্থিসমূহ - উভয় হাতে ৫টি করে মোট ১০টি অস্থি
- মধ্যবর্তী অঙ্গুল্যস্থিসমূহ - উভয় হাতে ৪টি করে মোট ৮টি অস্থি
- দূরবর্তী অঙ্গুল্যস্থিসমূহ - উভয় হাতে ৫টি করে মোট ১০টি অস্থি
- গুল্ফাস্থিসমূহ (টারসাস) - প্রতি চরণে ৭ টি করে মোট ১৪টি গুল্ফাস্থি অস্থি রয়েছে
৮০ টি অস্থির সমন্বয়ে গঠিত অক্ষীয় কঙ্কালগুলি হলো,
- আননাস্থি - ১৪ টি অস্থি
- করোটিকাস্থি - ৮টি অস্থি
- মধ্যকর্ণাস্থি - ৬টি অস্থি
- মেরুদন্ড - ২৬টি অস্থি
- বক্ষঃপঞ্জর - ২৬টি অস্থি
১২৬ টি অস্থির সমন্বয়ে গঠিত উপাঙ্গীয় কঙ্কালগুলি হলো,
- উরশ্চক্র - ৪টি অস্থি
- অগ্রপদ - ৬০টি অস্থি
- শ্রোণিচক্র - ২টি অস্থি
- পশ্চাৎপদ - ৬০টি অস্থি