মাধ্যাকর্ষীয় তরঙ্গ
প্রবাহী গতিবিদ্যায় মাধ্যাকর্ষীয় তরঙ্গ প্রবাহী মাধ্যমে অথবা দুটি মাধ্যমের সংযোগ স্থলে যখন মহাকর্ষীয় বল এবং সামদ্রিক ঢেউ পরস্পর সাম্যাবস্থায় আসতে চায়। এর একটি উদাহরণ হল সমুদ্র এবং আবহমণ্ডলের সংযোগ স্থল এবং এখান থেকেই সৃষ্টি হয় বায়ু তরঙ্গ।
![](../I/Waves.jpg.webp)
পৃষ্ঠ মাধ্যাকর্ষীয় তরঙ্গ, সমুদ্র তটে আছড়ে পরা
![](../I/Wave_clouds.jpg.webp)
Wave clouds over Theresa, Wisconsin, United States.
![](../I/GravityWaves_ArabianSea.MODIS.2005may23.jpg.webp)
Atmospheric gravity waves as seen from space.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.