মাদ্রাজ রেজিমেন্ট
মাদ্রাজ রেজিমেন্ট হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো রেজিমেন্টগুলোর একটি। অষ্টাদশ শতাব্দীতে গড়ে ওঠা এই রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীর একটি গৌরবান্বিত রেজিমেন্ট। ১৭৫৮ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর গড়ে তোলা রেজিমেন্টটি পরে ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪৭ সালে যুক্ত হয়।
মাদ্রাজ রেজিমেন্ট | |
---|---|
সক্রিয় | ১৭৫৮ - বর্তমান |
দেশ | ভারত |
শাখা | ভারতীয় সেনাবাহিনী |
ধরন | পদাতিক |
আকার | ২১টি ব্যাটেলিয়ন |
রেজিমেন্ট কেন্দ্র | উটি, তামিলনাড়ু |
নীতিবাক্য | একজনের দায়িত্ব পালনই সবচেয়ে বড় মুখ্য, যুদ্ধ যুদ্ধ করতে করতে বীরের মত মরে যাওয়া অনেক গর্বের |
যুদ্ধ শুরু হওয়ার আগে শ্লোগান | সাহসী মাদ্রাজীরা, যুদ্ধ করো |
সজ্জা | ১ অশোক চক্র, ৫ মহাবীর চক্র, ৩৬ বীর চক্র, ৩০৪ সেনা পদক, ১ নৌসেনা পদক, ১৫ পরম বিশিষ্ট সেবা পদক, ৯ কীর্তি চক্র, ২৭ শৌর্য চক্র, ১ উত্তম যুদ্ধ সেবা পদক, ২ যুদ্ধ সেবা পদক, ২৩ অতি বিশিষ্ট সেবা পদক, ৪৭ বিশিষ্ট সেবা পদক, ১৫১ মেনশেন্ড ইন ডেসপেচেস, ৫১২ সিওএএস কমেন্ডেশন কার্ড, ২৭১ জিওসি ইন সি কার্ড, ৩ জীবন রক্ষা পদক এবং ৭ সিওএএস ইউনিট উদ্ধৃতি, ৭ জিওসি ইউনিট উদ্ধৃতি |
যুদ্ধের সম্মাননা | স্বাধীনতার পরবর্তীতে তিথওয়াল, পুঞ্জ, কালীধর, মহারাজকে, শিরামনি এবং বসন্তর নদী। |
কমান্ডার | |
বর্তমান কমান্ডার | কর্নেল কমান্ড্যান্ট লে. জেনারেল রাজীব চোপড়া (২০১৯)[1] |
কর্নেল কমান্ড্যান্ট | একজন মেজর জেনারেল বা লে. জেনারেল |
কর্নেল অব দ্য রেজিমেন্ট | প্রতি বছর থাকে না (একজন মেজর জেনারেল বা লে. জেনারেল বা সেনাপ্রধান) |
প্রতীকসমূহ | |
রেজিমেন্টের প্রতীক চিহ্ন | বর্মের সাথে অতিক্রম করা দুটি তরোয়ালের ওপরে রয়েছে একটি হাতি। |
ইতিহাস
মাদ্রাজ শহরটি ১৬৩৯ সালে এবং প্রথম ফোর্ট সেন্ট জর্জ (ইংরেজ দূর্গ) ১৬৪৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৭৫৮ আগস্টে এই দূর্গের ভেতরে কর্মকর্তা, হাবিলদার, নায়েক ইত্যাদির যথাযথ অনুপাতে ১০০ জন লোকের নিয়মিত সংস্থায় গঠিত হয়েছিল এবং সে বছরের ডিসেম্বরে প্রথম দুটি ব্যাটেলিয়ন গঠিত হয়েছিল প্রতিটি কোম্পানির জন্য একটি ইউরোপীয় উপশহর এবং পুরো নেতৃত্বর জন্য একজন ক্যাপ্টেন নিয়ে। (এই কর্মকর্তাদের বেশিরভাগ রাজার পদ থেকে পদমর্যাদার পদক্ষেপে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছিল। তারা উন্নত শ্রেণীর, উন্নত শিক্ষিত এবং সর্বোপরি সংস্থার কর্মকর্তাদের তুলনায় অনেক বেশি সামরিক অভিজ্ঞতাসম্পন্ন ছিলো)।[2][3]
১৬৬০-এর দশকে মাদ্রাজ রেজিমেন্টের গোঁড়াপত্তন ঘটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা। ১৭৪৮ সালে ইংরেজ মেজর স্ট্রিঞ্জার লরেন্স দ্বারা একটি পূর্নাঙ্গ ব্যাটেলিয়ন তৈরি হয় এবং ১০ বছর পর আরেকটি পূর্নাঙ্গ ব্যাটেলিয়ন তৈরি হয়; ১৭৫৮ সালকে মাদ্রাজ রেজিমেন্টের মূল প্রতিষ্ঠাবছর ধরা হয়।
১৮৫৭ সাল পর্যন্ত ভারতের ইস্ট ইন্ডিয়ার কোম্পানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিলো এই সেনাদল এবং এই বছর (১৮৫৭) রাণী ভিক্টোরিয়া ভারতের শাসনক্ষমতা নিজের হাতে তুলে নিলে ভারতীয় সেনাবাহিনী ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী নামে রূপ লাভ করে এবং ১৯৪৭ সালের ভারত বিভাজন পর্যন্ত থাকে। ১৯৪৭ সালে অনেক রেজিমেন্ট নবগঠিত পাকিস্তান সেনাবাহিনীর হয়ে যায় এবং নতুন ভারতীয় সেনাবাহিনীতে মাদ্রাজ রেজিমেন্ট একটি স্বতন্ত্র ভারতীয় রেজিমেন্ট হিসেবে আত্মপ্রকাশ করে।
ভারতের স্বাধীনতার পরে
১৯৪৭-৪৮ সালে জম্মু কাশ্মীর সমরাভিযানে এই রেজিমেন্টের সৈনিকেরা অংশ নিয়েছিলো। '৬২ সালের চীন-ভারত যুদ্ধ এবং '৬৫ এবং '৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধগুলোতে এই রেজিমেন্টের অবদান ছিলো বীরত্বপূর্ণ।
ব্যাটেলিয়নসমূহ
- ২য় ব্যাটেলিয়ন (পুরোনো ৭৫তম ক্যারনেটিক পদাতিক বাহিনী)
- ৩য় ব্যাটেলিয়ন (পুরোনো ৭৯তম ক্যারনেটিক পদাতিক বাহিনী)
- ৪র্থ ব্যাটেলিয়ন (পুরোনো ৮৩তম ওয়ালাজাহাবাদ হাল্কা পদাতিক বাহিনী)
- ৫ম ব্যাটেলিয়ন (হিংস্র পঞ্চম)
- ৬ষ্ঠ ব্যাটেলিয়ন (পুরোনো ২য় ব্যাটেলিয়ন/২য় মাদ্রাজ স্থানীয় পদাতিক বাহিনী)
- ৭ম ব্যাটেলিয়ন (পুরোনো ২৮তম মাদ্রাজ স্থানীয় পদাতিক বাহিনী)
- ৮ম ব্যাটেলিয়ন (বীর লড়াকুরা)
- ৯ম ব্যাটেলিয়ন (প্রাক্তন ১ম ট্রানভাকোর নায়ার পদাতিক বাহিনী, রাজকীয় প্রাদেশিক বাহিনীসমূহ)
- ১০ম ব্যাটেলিয়ন
- ১১তম ব্যাটেলিয়ন (পুরোনো টেরিটোরিয়াল ব্যাটেলিয়ন)
- ১২তম ব্যাটেলিয়ন (পুরোনো টেরিটোরিয়াল ব্যাটেলিয়ন)
- ১৬তম ব্যাটেলিয়ন (প্রাক্তন ২য় ট্রানভাকোর নায়ার পদাতিক বাহিনী, রাজকীয় প্রাদেশিক বাহিনীসমূহ)
- ১৭তম ব্যাটেলিয়ন (প্রাক্তন কোচিন প্রাদেশিক পদাতিক বাহিনী, রাজকীয় প্রাদেশিক বাহিনীসমূহ)
- ১৮তম ব্যাটেলিয়ন (প্রাক্তন ১ম মহীশুর ওয়াইদিয়ার পদাতিক বাহিনী, রাজকীয় প্রাদেশিক বাহিনীসমূহ)
- ১৯তম ব্যাটেলিয়ন (প্রাক্তন ২য় মহীশুর পদাতিক বাহিনী, রাজকীয় প্রাদেশিক বাহিনীসমূহ)
- ২০তম ব্যাটেলিয়ন (২০০৯ সালে গঠিত)
- ২১তম ব্যাটেলিয়ন (২০১১ সালে গঠিত)
- ২৫তম ব্যাটেলিয়ন (পুরোনো গ্যারিশন ব্যাটেলিয়ন)
- ২৬তম ব্যাটেলিয়ন (পুরোনো গ্যারিশন ব্যাটেলিয়ন)
- ২৭তম ব্যাটেলিয়ন (পুরোনো গ্যারিশন ব্যাটেলিয়ন)
- ২৮তম ব্যাটেলিয়ন (পুরোনো উপকূল প্রতিরক্ষা ব্যাটেলিয়ন)
- ৮ম রাষ্ট্রীয় রাইফেলস
- ২৫তম রাষ্ট্রীয় রাইফেলস
- ৩৮তম রাষ্ট্রীয় রাইফেলস
- ৫৪তম রাষ্ট্রীয় রাইফেলস
- ১১০ পদাতিক ব্যাটেলিয়ন (টেরিটোরিয়াল)
- ১২২ পতাদিক ব্যাটেলিয়ন (টেরিটোরিয়াল)
- ১৭২ পদাতিক ব্যাটেলিয়ন (টেরিটোরিয়াল)
তথ্যসূত্র
- https://www.covaipost.com/coimbatore/new-colonel-of-madras-regiment-to-assume-charge-on-june-1/
- C.K. Cooke, সম্পাদক (১৯০১)। Empire Review। 2। Macmillan and co. limited.। পৃষ্ঠা 621। ওসিএলসি 50083309।
- Harrington, Peter (১৯৯৪)। Plassey 1757 : Clive of India's finest hour। Osprey। পৃষ্ঠা 40। আইএসবিএন 978-1-85532-352-0। ওসিএলসি 31969501।