মাদলা ইউনিয়ন
মাদলা ইউনিয়ন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি অনেক সুন্দর।
মাদলা | |
---|---|
ইউনিয়ন | |
২ নং মাদলা ইউনিয়ন পরিষদ | |
মাদলা মাদলা | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৫″ উত্তর ৮৯°২৪′৪৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | শাজাহানপুর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আতিকুর রহমান আতিক (বিএনপি) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
প্রশাসনিক অঞ্চল
এই ইউনিয়ন নিম্নলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- নন্দগ্রাম
- দড়িনন্দগ্রাম
- চাঁচাইতারা
- কাজীপাড়া
- বলদীপালান
- মালীপাড়া
- শেরকোল
- কুমড়াবাড়ী
- লক্ষীকোলা
- শুড়িমারা
- রামকৃষ্ণপুর
- চকমোমিন
- রামচন্দ্রপুর
- শ্মশানকান্দি
যোগাযোগ ব্যবস্থা
পাকা রাস্তার পরিমাণ : ২৫ কি:মি:(প্রায়), কাঁচা রাস্তার পরিমাণ : ৪০ কি: মি:(প্রায়)। এখানে আসতে হলে উপজেলা শাজাহানপুর হতে সিএনজি অথবা রিক্সা যোগে লিচু তলা হয়ে সরাসরি মাদলা ইউনিয়ন পরিষদে আসা যায়।
দর্শনীয়
শাজাহানপুর উপজেলাধীন মাদলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের লক্ষীকোলা গ্রামে অবস্থিত শাহ-রওশন জালাল মাজার [2]। এটি অতিপ্রাচীন ও ঐতিহাসিক মাজার । এই মাজার শরীফে প্রতি বৎসর ওরশ পালন করা হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এই মাজার শরীফে ওরশ পালনে অংশ গ্রহণ করে থাকে। তাই কালের ধারায় এটি আরও সবার কাছে ঐতিহাসিক মাজার হিসাবে স্থান পেয়েছে।
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯।
- "মাদলা ইউনিয়নের মাজার"। ২০১৯-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.