মাত্তুর

মাত্তুর ভারতের কর্ণাটক রাজ্যের শিবামোগ্গা শহরের নিকটবর্তী একটি গ্রাম। এই গ্রামটির অধিবাসীরা তাদের দৈনিক কথোপকথনের জন্য সংস্কৃত ভাষা ব্যবহার করে।[1][2]

মাত্তুর
ಮತ್ತೂರು
মাথুর, মাত্থুর
গ্রাম
মাত্তুরে থাকা টুংগা নদী
ডাকনাম: সংস্কৃত গ্রাম
মাত্তুর
কর্ণাটকের অন্তর্গত মাত্তুরের অবস্থান
স্থানাঙ্ক: ১৩°৫২′২৬″ উত্তর ৭৫°৩৩′৩২″ পূর্ব
দেশ ভারত
রাজ্যকর্ণাটক
জেলাশিবমগ্গা জেলা
সরকার
  ধরনগ্রাম পঞ্চায়েত
ভাষাসমূহ
  আধিকারিকসংস্কৃত, কন্নড়
সময় অঞ্চলভারতীয় মান সময় (ইউটিসি+৫:৩০)
নিকটতম শহরশিবমোগ্গা

মাত্তুরে একটি রাম মন্দির, এটা শিবালয়, সোমেশ্বর মন্দির এবং লক্ষ্মীকেশব মন্দির আছে।

মাত্তুরের সংলগ্ন হোসাহাল্লি গ্রামের বৈশিষ্ট্য মাত্তুরের সাথে প্রায় একধরনের। হোসাহাল্লি গ্রামটি টুংগা নদীর অন্য পারে অবস্থিত। এই দুইটি গ্রামকে প্রায়ই একসাথে বোঝানো হয়।[3]

মাত্তুর এবং হোসাহাল্লি গ্রামদুটি "গামাকা" (গল্পকথক) শিল্প বাঁচিয়ে রাখার জন্য প্রচেষ্টার জন্য খ্যাত। গামাকা কর্ণাটকের গীত এবং কাহিনী পরিবেশনের এক অদ্বিতীয় কলা।

এই গ্রাম দুটিতে স্থানীয় ভাষা হিসাবে দৈনিক কথোপকথনের জন্য সংস্কৃত ভাষা ব্যবহৃত হয়। এর ৯০% এরও বেশি অধিবাসী সংস্কৃত ভাষা জানে।

তথ্যসূত্র

  1. Omkar Nath Koul, L. Devaki, Central Institute of Indian Languages, Unesco (২০০০)। Linguistic heritage of India and Asia। Central Institute of Indian Languages। পৃষ্ঠা 247।
  2. Arvind Sharma (২০০৫)। New focus on Hindu studies। D.K. Printworld (P) Ltd.,। পৃষ্ঠা 65।
  3. Rao, Subha J (Mar 02, 2008)। "Keeping Sanskrit alive"The Hindu। ১৬ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 1 April 2011 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.