মাতারবাড়ী ইউনিয়ন

মাতারবাড়ী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার একটি ইউনিয়ন

মাতারবাড়ী
ইউনিয়ন
১নং মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ
মাতারবাড়ী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মাতারবাড়ী
মাতারবাড়ী
মাতারবাড়ী বাংলাদেশ-এ অবস্থিত
মাতারবাড়ী
মাতারবাড়ী
বাংলাদেশে মাতারবাড়ী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৫′৬″ উত্তর ৯১°৫৪′১″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলামহেশখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানএস.এম.আবু হায়দার
আয়তন
  মোট২৬.৪৩ বর্গকিমি (১০.২০ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩৬,৩০৯
  জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭২.৯০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭১০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন

মাতারবাড়ী ইউনিয়নের আয়তন ৬৫৩২ একর (২৬.৪৩ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মাতারবাড়ী ইউনিয়নের লোকসংখ্যা ৩৬,৩০৯ জন। এর মধ্যে পুরুষ ১৯,০৯০ জন এবং মহিলা ১৭,২১৯ জন।[1]

অবস্থান ও সীমানা

মহেশখালী উপজেলার উত্তর-পশ্চিমাংশে মাতারবাড়ী ইউনিয়নের অবস্থান। এটি উপজেলার মূল ভূখণ্ড থেকে আলাদা। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ধলঘাটা ইউনিয়ন; পূর্বে কোহেলিয়া নদী, কালারমারছড়া ইউনিয়নপেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন; উত্তরে উজানটিয়া নদীপেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন এবং পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নবঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

মাতারবাড়ী ইউনিয়ন মহেশখালী উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মহেশখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • সিকদারপাড়া
  • উত্তর পাড়া
  • খন্দকার বিল
  • উত্তর রাজঘাট
  • দক্ষিণ রাজঘাট
  • লাইল্যাঘোনা
  • সাতঘর পাড়া
  • মনহাজীর পাড়া
  • বলির পাড়া
  • মিয়াজী পাড়া
  • পুরানবাজার
  • তিতা মাঝির পাড়া
  • ফুলজান মোরা
  • মাইজ পাড়া
  • মসরফ আলী সকিদার পাড়া
  • মগডেইল
  • দক্ষিণ মগডেইল
  • সর্দার পাড়া
  • সাইরার ডেইল
  • দক্ষিণ সাইরার ডেইল

শিক্ষা ব্যবস্থা

মাতারবাড়ী ইউনিয়নের সাক্ষরতার হার ৭২.৯০%।[1] এ ইউনিয়নে রয়েছে:

  • ১টি আলিম মাদ্রাসা
  • ৩টি মাধ্যমিক বিদ্যালয়
  • ২টি দাখিল মাদ্রাসা
  • ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • ৯টি প্রাথমিক বিদ্যালয়
  • ১টি সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
  • ২টি বালিকা কওমী মাদ্রাসা
  • ৪টি কওমী মাদ্রাসা
  • ১৩টি হাফেজখানা
  • ৬টি এতিমখানা
  • ১৪টি নুরানী মাদ্রাসা
  • ২টি কেজি স্কুল

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
  • মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা
  • তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
  • মাতারবাড়ী রাজঘাট রশিদিয়া হাসমতিয়া দাখিল মাদ্রাসা
  • মাতারবাড়ী আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা
  • মাতারবাড়ী উম্মে হানী বালিকা মাদ্রাসা
  • মাতারবাড়ী দারুসুন্নাহ মাদ্রাসা
  • মাতারবাড়ী ইউনুছিয়া মাদ্রাসা
  • [[মাতারবাড়ী দঃরাজঘাট শাহ্ মজিদিয়া দারুল
   কোরআন হেফজখানা ও এতিমখানা]]
মাধ্যমিক বিদ্যালয়
  • মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়
  • মাতারবাড়ী আইডিয়াল উচ্চ বিদ্যালয়
  • মাতারবাড়ী পাবলিক উচ্চ বিদ্যালয়

[2]

প্রাথমিক বিদ্যালয়
  • মাতারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ মগডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাতারবাড়ী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাতার বাড়ী কিন্ডারগার্ডেন প্রি-ক্রেডেট স্কুল

[3]

যোগাযোগ ব্যবস্থা

মাতারবাড়ী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল মহেশখালী-বদরখালী-মাতারবাড়ী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা রিক্সা। এছাড়া নৌপথেও এ ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

খাল ও নদী

মাতারবাড়ী ইউনিয়নের পূর্ব দিকে কোহেলিয়া নদী, উত্তর দিকে উজানটিয়া নদী এবং দক্ষিণ দিকে ধলঘাট ইউনিয়ন ও পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর। এছাড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে রাঙ্গাখালী খাল।[4]

হাট-বাজার

মাতারবাড়ী ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল নতুন বাজার, পুরান বাজার এবং মগডেইল বাজার, বাংলা বাজার, শান্তি বাজার, আলতাফ হোসেন মার্কেট, আনছার মার্কেট।[5]

দর্শনীয় স্থান

  • সমুদ্র সৈকত
  • মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎকেন্দ্র
  • মাতার বাড়ী আজিজিয়া জামে মসজিদ
  • মন্দির
  • লবণের চাষ
  • চিংড়ি চাষ

[6]

জনপ্রতিনিধি

  • চেয়ারম্যান: [7]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "মহেশখালী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "মাধ্যমিকবিদ্যালয় - মাতারবাড়ী ইউনিয়ন - মাতারবাড়ী ইউনিয়ন"matarbariup.coxsbazar.gov.bd
  3. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41202&union=02%5B%5D
  4. "খাল ও নদী - মাতারবাড়ী ইউনিয়ন - মাতারবাড়ী ইউনিয়ন"matarbariup.coxsbazar.gov.bd। ২৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  5. "হাট বাজারের তালিকা - মাতারবাড়ী ইউনিয়ন - মাতারবাড়ী ইউনিয়ন"matarbariup.coxsbazar.gov.bd
  6. "দর্শনীয়স্থান - মাতারবাড়ী ইউনিয়ন - মাতারবাড়ী ইউনিয়ন"matarbariup.coxsbazar.gov.bd। ২৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  7. "এস.এম. আবু হায়দার - মাতারবাড়ী ইউনিয়ন - মাতারবাড়ী ইউনিয়ন"matarbariup.coxsbazar.gov.bd। ২৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.