মানিক সরকার

মানিক সরকার (জন্ম ২২ জানুয়ারি, ১৯৪৯) হলেন ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ এবং ১৯৯৮ সালের মার্চ মাস থেকে ২০১৮ সালের ৮ মার্চ পর্যন্ত ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির একজন পলিটব্যুরো সদস্য।[1][2] মার্চ ২০০৮ সালে তিনি বামফ্রন্টের নেতা হিসেবে শপথ নেন এবং ত্রিপুরায় কোয়ালিশন সরকার গঠন করেন।[3] ২০১৩ সালের বিধানসভার নির্বাচনে তিনি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। বর্তমানে তিনি ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করছেন।[4]

মানিক সরকার
ত্রিপুরার ৯ম মুখ্যমন্ত্রী
কাজের মেয়াদ
১১ মার্চ ১৯৯৮  ৮ মার্চ ২০১৮
গভর্নরদেবানন্দ কণ্যার
পূর্বসূরীদশরথ দেব
উত্তরসূরীবিপ্লব কুমার দেব
সংসদীয় এলাকাধানপুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1949-01-22) ২২ জানুয়ারি ১৯৪৯
রাধাকিশোরপুর, ত্রিপুরা
রাজনৈতিক দলকমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
দাম্পত্য সঙ্গীপাঞ্চালি ভট্টাচার্য
বাসস্থানআগরতলা, ত্রিপুরা
ওয়েবসাইটchiefminister.html

প্রাথমিক জীবন এবং পটভূমি

মানিক সরকার মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা অমূল্য সরকার দর্জি হিসাবে কাজ করতেন, তাঁর মা অঞ্জলি সরকার ছিলেন একজন সরকারী কর্মচারী, প্রথমে রাজ্য এবং পরবর্তীকালে প্রাদেশিক সরকারী কর্মচারী হন।[5] সরকার ছাত্রজীবন থেকেই ছাত্র আন্দোলনে সক্রিয় হয়ে উঠেন এবং ১৯৬৮ সালে, মাত্র ১৯ বছর বয়সে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সদস্য হন। তাঁর শিক্ষাজীবনে তিনি মহারাজা বীরবিক্রম কলেজ-এ ভারতের ছাত্র ফেডারেশন এর প্রার্থী ছিলেন, সেখান থেকেই তিনি বি.কম. ডিগ্রী লাভ করেছিলেন।[6]

তথ্যসূত্র

  1. List of Politburo Members ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ অক্টোবর ২০০৮ তারিখে from the 7th (1964) to the 18th Congress(2005)
  2. List of Politburo and Central Committee members ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জুলাই ২০০৮ তারিখে elected on the 19th Congress
  3. "6th Left Front Govt Assumes Office"। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৫
  4. "Welcome to the Official Website of Tripura Legislative Assembly"www.tripuraassembly.nic.in। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০
  5. Shridhar Prasad, K। "Poorest Chief Minister Manik Sarkar"Bubble News। ৮ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০
  6. "Biography of Manik Sarkar"Winentrance (ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০
পূর্বসূরী
দশরথ দেব
ত্রিপুরার মুখ্যমন্ত্রী
১২ ডিসেম্বর ১৯৯৮  বর্তমান
উত্তরসূরী
বিপ্লব কুমার দেব
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.