মাড়িবক্কম

মাড়িবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি আবাসিক অঞ্চল৷ এটি মূলত দক্ষিণ-পূর্ব চেন্নাইয়ের একটি লোকালয়৷ অতি সম্প্রতি ২০১১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে[1] এটিকে চেন্নাই জেলা ও বৃৃহত্তর চেন্নাই পুরসভার অন্তর্ভুক্ত করা হয়৷

মাড়িবক্কম
மடிப்பாக்கம்
চেন্নাইয়ের অঞ্চল
মাড়িবক্কম
মাড়িবক্কম
স্থানাঙ্ক: ১২.৯৬৪৮৭° উত্তর ৮০.১৯৬১১° পূর্ব / 12.96487; 80.19611
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই (পূর্বে কাঞ্চীপুরম জেলা)
মহানগরচেন্নাই
সরকার
  শাসকসিএমডিএ
জনসংখ্যা (২০০১)
  মোট১৪,৯৪০
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০৯১
নগর পরিকল্পনাসিএমডিএ

জনতত্ত্ব

২০০১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুযায়ী মাড়িবক্কম জনগণনা নগরের জনসংখ্যা ছিলো[2] ১৪,৯৪০ জন, যার মধ্যে পুরুষ ৭,৬২১ ও নারী সংখ্যা ৭,৩১৯ জন তথা প্রতি হাজার পুরুষে নারী ৯৬০ জন৷ ছয় বৎসর অনূর্ধ্ব শিশু জনসংখ্যার ৮.৫৭ শতাংশ তথা ১,২৮০ জন, যেখানে শিশুপুত্র ৬১৫ ও শিশুকন্যা ৬৬৫৷ মোট সাক্ষরতারহার ৯৫.৯৪ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৮.৩৪ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৯৩.৪০ শতাংশ৷

অবস্থান

মাড়িবক্কমের উত্তর দিকে রয়েছে আদমবক্কমগিণ্ডি, উত্তর-পূর্ব দিকে বেলাচেরিআদিয়ার, পূর্ব দিকে পল্লীকরনাই, দক্ষিণ-পশ্চিম দিকে তাম্বরম, দক্ষিণ দিকে মেটবক্কম, পশ্চিম দিকে নঙ্গানলুর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে সেন্ট থমাস মাউন্ট৷

তথ্যসূত্র

  1. https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2018/06/2018062923.pdf&ved=2ahUKEwjT2ZjS86rvAhXu9nMBHRd_AOkQFjAMegQIFRAC&usg=AOvVaw1GE7xEPKgkGerGs7thFneG%5B%5D
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.