মাজুলী সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়
মাজুলী সংস্কৃতিক বিশ্ববিদ্যালয় অসমের মাজুলীতে অবস্থিত একটি সংস্কৃতিক শিক্ষা ও গবেষণার বিষয়ের বিশ্ববিদ্যালয় যা এখন বাজ্যিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি আসাম সরকার ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর গৃহীত সভায় মাজুলী সংস্কৃতিক বিশ্ববিদ্যালয় বিধেয়ক, ২০১৭-র অধীনত স্থাপন করেছে।[1] ২০১৮ সালের ১৩ জুলাই অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল প্ৰায় ৩০০ কোটি টকা ব্যায়ে অসমের প্ৰথম সংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷[2]
ধরন | শহরে |
---|---|
স্থাপিত | ২০১৯ |
আচার্য | জগদীশ মুখী (আসামের রাজ্যপাল) |
উপাচার্য | ডঃ দাম্বরুধর নাথ |
অবস্থান | কমলাবাড়ী, মাজুলী , , |
শিক্ষাঙ্গন | উপ-শহর |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
ওয়েবসাইট | muoc |
২০১৯ সালের ১০ জুন অধ্যাপক ড. দাম্বরুধর নাথ বিশ্ববিদ্যালয়ের প্ৰথম উপাচাৰ্য পদবীত নিযুক্তি লাভ করেন।[3] ২০২০-২১ শিক্ষাবর্ষে মাজুলী মহাবিদ্যালয়ের অস্থায়ী অস্থায়ী ক্যম্পাসপ পাঠদান শুরু হয়।[4]
তথ্যসূত্র
- "Assam house passes bills to set up universities"। India Today।
- "CM lays stone for Assam's first cultural university at Majuli"। Business Standard।
- "Newly-appointed VC of Cultural University visits Majuli island"। The Assam Tribune।
- "Majuli Cultural University Classes To Begin Next Year"। Pratidin Time।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.