মাজারে কাসেমি
মাজারে কাসেমি বা কবরস্তানে কাসেমি হল দারুল উলুম দেওবন্দের প্রাঙ্গণে অবস্থিত একটি কবরস্থান যেখানে উল্লেখযোগ্য দেওবন্দি ব্যক্তিত্বদের সমাহিত করা হয়।[1][2]
মাজারে কাসেমি | |
---|---|
বিস্তারিত | |
অবস্থান | দেওবন্দ, সাহারানপুর |
দেশ | বর্তমান ভারত |
ধরন | মুসলিম |
মালিক | দারুল উলুম দেওবন্দ |
উল্লেখযোগ্য সমাধিস্থ
- মুহাম্মদ কাসেম নানুতুবি (মৃ. ১৮৮০)
- মাহমুদ হাসান দেওবন্দি (মৃ. ১৯২০)
- আজিজুর রহমান উসমানি (মৃ. ১৯২৮)
- ইজাজ আলী আমরুহী (মৃ. ১৯৫৫)
- হুসাইন আহমদ মাদানি (মৃ. ১৯৫৭)
- ইব্রাহিম বালিয়াভি (মৃ. ১৯৬৭)
- ওয়াহিদুজ্জামান কিরানবি (মৃ. ১৯৯৫)
- আসআদ মাদানি (মৃ. ২০০৬)
- কাফিলুর রহমান নিশাত উসমানি (মৃ. ২০০৬)
- আব্দুল হক আজমি (মৃ. ২০১৬)
- মুহাম্মদ সালেম কাসেমি (মৃ. ২০১৮) [3]
- নূর আলম খলিল আমিনী (মৃ. ২০২১)
- উসমান মনসুরপুরী (মৃ. ২০২১)[4]
- আব্দুল খালেক সাম্ভলী (মৃ. ২০২১)
আরও দেখুন
তথ্যসূত্র
- কাসেমি, মুহাম্মদ সাকিব; কাসেমি, গোলাম নবী (২০১৮)। হাকিমুল ইসলাম কারী মুহাম্মদ তৈয়ব রহ.। ভারত: হুজ্জাতুল ইসলাম একাডেমি, দারুল উলুম ওয়াকফ দেওবন্দ। পৃষ্ঠা ১৯৫। আইএসবিএন 9789384775063।
- তাকি উসমানি, মুহাম্মদ (২০০৩)। অমুসলিম দেশে মুসলিম পর্যটক। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুল আশরাফ। পৃষ্ঠা ৪৬–৪৯।
- ভেরমা, লোকেশ (১৫ এপ্রিল ২০১৮)। "दारुल उलूम देवबंद के मोहतमिम हजरत मौलाना मोहम्मद सालिम कासमी सुपुर्द-ए-खाक, जनाजे में उमड़ा जनसैलाब" [ওয়াকফ দেওবন্দের মুহতামিমের দাফন সম্পন্ন, জানাজায় প্রচুর জনসমাগম]। রাজস্থান পত্রিকা (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
- ফখরুল ইসলাম, মাওলানা (২০২১-০৫-২৩)। "মহৎপ্রাণ এক ধর্মতাত্ত্বিকের বিদায়"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.