মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহ

আবুল বারাকাত মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহ (১১৯৪-১২৫৫ খ্রি.) (আরবি : عبد السلام بن عبد الله بن الخضر بن محمد بن تيمية الحراني، أبو البركات مجد الدين‎) ছিলেন একজন ফকিহ, মুহাদ্দিস, মুফাস্সির। তিনি ছিলেন শিহাবুদ্দিন আবদুল হালিম ইবন তাইমিয়ার পিতা এবং তাকিউদ্দীন ইবন তাইমিয়ার দাদা।

মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহ
উপাধিআল-মাজদ
ব্যক্তিগত তথ্য
জন্ম
হাররান
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহাম্বলি
ধর্মীয় মতবিশ্বাসআসারি
প্রধান আগ্রহফিকহ হাদিস
উল্লেখযোগ্য কাজআল-মুহাররার
মুনত্বকা আল-আখবার
কাজআলিম,
মুহাদ্দিস,
ফকিহ,
মুফাস্সির
ঊর্ধ্বতন পদ
যাদের প্রভাবিত করেন

তিনি খ্যাতনামা হাম্বালি ফকিহ ছিলেন। [1] তাঁর দুই সন্তান ছিলো : শিহাবুদ্দিন আবদুল হালিম (মৃ. ১২৮৪ খ্রি.) এবং ফখরুদ্দিন (মৃ. ১২২৫ খ্রি.)।

জীবনী : জন্ম, হাররান ও মাযহাবে অবস্থান

তিনি ৫৯০ হিজরিতে হাররানে জন্মগ্রহণ করেন। হাররান শহর ছিলো রুম সালতানাতের অংশ; বর্তমানে হাররান সিরিয়া ও তুরস্ক সীমান্তে অবস্থিত শানলিউরফা প্রদেশের অন্তর্গত। [2] ইসলামিক পিরিয়ডে হাররান ‘দিয়ার মুদারে’র অন্তর্গত ছিলো।[3] মোঙ্গলদের দ্বারা ধ্বংসযজ্ঞের স্বীকার হওয়ার পূর্বে হাররান হাম্বালি মাদরাসা ও ঐতিহ্যের জন্য বিখ্যাত ছিলো। [4]

তিনি ছিলেন ইবন কুদামা এবং ইমাম গুনাইমার ছাত্র। তিনি মাযহাবে ‘আল-মাজদ’ হিসেবে পরিচিত। হাম্বালি মাযহাবে ‘আশ-শাইখাইন’ বলতে ইমাম আহমদ ইবন কুদামা এবং মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহকে বুঝানো হয়।[5]

বই

তাঁর রচিত বিখ্যাত কিতাবের মধ্যে রয়েছে—

১। আল-হিদায়ার শারহ্,

২। আল-মুহাররার— এর জনপ্রিয় ব্যাখ্যাগ্রন্থের মধ্যে রয়েছে : তাঁর নাতি ইবন তাইমিয়া কর্তৃক রচিত ‘আত-ত্বালিক আল-মুক্বাররার’ এবং ইবন রজবের ‘শারহুল মুহাররার’;

৩। মুনত্বকা আল-আখবার— এর বিখ্যাত শারহ্ হলো, ইমাম আশ-শাওকানি রচিত ‘নাইলুল আওতার’;

৪। আল-মুসওয়াদ্দাহ লি উসুলিল ফিকহ্। [5]

তথ্যসূত্র

  1. Laoust, Henri (২০১২)। ""Ibn Taymiyya." Encyclopaedia of Islam, Second Edition."। BrillOnline। ২০১৫-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-২৮
  2. Hastings, James (১৯০৮)। Encyclopædia of Religion and Ethics। Volume;7। Morrison and Gibb Limited। পৃষ্ঠা 72।
  3. Canard, Marius & Cahen, Claude (১৯৬৫)। "Diyār Mudar"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনLewis, B.; Pellat, Ch. & Schacht, J.The Encyclopaedia of Islam, New Edition, Volume II: C–G। Leiden: E. J. Brill। পৃষ্ঠা 347–348।
  4. Al-Dhahabi, Muhammad ibn Ahmad। Tadhkirat al-huffaz। Haidarabad। পৃষ্ঠা 48।
  5. হেলাল, ইমরান (২০২১)। হাম্বলি মাযহাবের ক্রমবিকাশ। হাম্বলী ফিকহ্। পৃষ্ঠা ১৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.