মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহ
আবুল বারাকাত মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহ (১১৯৪-১২৫৫ খ্রি.) (আরবি : عبد السلام بن عبد الله بن الخضر بن محمد بن تيمية الحراني، أبو البركات مجد الدين) ছিলেন একজন ফকিহ, মুহাদ্দিস, মুফাস্সির। তিনি ছিলেন শিহাবুদ্দিন আবদুল হালিম ইবন তাইমিয়ার পিতা এবং তাকিউদ্দীন ইবন তাইমিয়ার দাদা।
মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহ | |
---|---|
উপাধি | আল-মাজদ |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | হাররান |
ধর্ম | ইসলাম |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হাম্বলি |
ধর্মীয় মতবিশ্বাস | আসারি |
প্রধান আগ্রহ | ফিকহ হাদিস |
উল্লেখযোগ্য কাজ | আল-মুহাররার মুনত্বকা আল-আখবার |
কাজ | আলিম, মুহাদ্দিস, ফকিহ, মুফাস্সির |
ঊর্ধ্বতন পদ | |
যার দ্বারা প্রভাবিত | |
যাদের প্রভাবিত করেন |
তিনি খ্যাতনামা হাম্বালি ফকিহ ছিলেন। [1] তাঁর দুই সন্তান ছিলো : শিহাবুদ্দিন আবদুল হালিম (মৃ. ১২৮৪ খ্রি.) এবং ফখরুদ্দিন (মৃ. ১২২৫ খ্রি.)।
জীবনী : জন্ম, হাররান ও মাযহাবে অবস্থান
তিনি ৫৯০ হিজরিতে হাররানে জন্মগ্রহণ করেন। হাররান শহর ছিলো রুম সালতানাতের অংশ; বর্তমানে হাররান সিরিয়া ও তুরস্ক সীমান্তে অবস্থিত শানলিউরফা প্রদেশের অন্তর্গত। [2] ইসলামিক পিরিয়ডে হাররান ‘দিয়ার মুদারে’র অন্তর্গত ছিলো।[3] মোঙ্গলদের দ্বারা ধ্বংসযজ্ঞের স্বীকার হওয়ার পূর্বে হাররান হাম্বালি মাদরাসা ও ঐতিহ্যের জন্য বিখ্যাত ছিলো। [4]
তিনি ছিলেন ইবন কুদামা এবং ইমাম গুনাইমার ছাত্র। তিনি মাযহাবে ‘আল-মাজদ’ হিসেবে পরিচিত। হাম্বালি মাযহাবে ‘আশ-শাইখাইন’ বলতে ইমাম আহমদ ইবন কুদামা এবং মাজদুদ্দিন ইবন তাইমিয়্যাহকে বুঝানো হয়।[5]
বই
তাঁর রচিত বিখ্যাত কিতাবের মধ্যে রয়েছে—
১। আল-হিদায়ার শারহ্,
২। আল-মুহাররার— এর জনপ্রিয় ব্যাখ্যাগ্রন্থের মধ্যে রয়েছে : তাঁর নাতি ইবন তাইমিয়া কর্তৃক রচিত ‘আত-ত্বালিক আল-মুক্বাররার’ এবং ইবন রজবের ‘শারহুল মুহাররার’;
৩। মুনত্বকা আল-আখবার— এর বিখ্যাত শারহ্ হলো, ইমাম আশ-শাওকানি রচিত ‘নাইলুল আওতার’;
৪। আল-মুসওয়াদ্দাহ লি উসুলিল ফিকহ্। [5]
তথ্যসূত্র
- Laoust, Henri (২০১২)। ""Ibn Taymiyya." Encyclopaedia of Islam, Second Edition."। BrillOnline। ২০১৫-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-২৮।
- Hastings, James (১৯০৮)। Encyclopædia of Religion and Ethics। Volume;7। Morrison and Gibb Limited। পৃষ্ঠা 72।
- Canard, Marius & Cahen, Claude (১৯৬৫)। "Diyār Mudar"। Lewis, B.; Pellat, Ch. & Schacht, J.। The Encyclopaedia of Islam, New Edition, Volume II: C–G। Leiden: E. J. Brill। পৃষ্ঠা 347–348।
- Al-Dhahabi, Muhammad ibn Ahmad। Tadhkirat al-huffaz। Haidarabad। পৃষ্ঠা 48।
- হেলাল, ইমরান (২০২১)। হাম্বলি মাযহাবের ক্রমবিকাশ। হাম্বলী ফিকহ্। পৃষ্ঠা ১৩।