মাচ্চর ইউনিয়ন

মাচ্চর ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন[1][2] মাচ্চর ইউনিয়ন ফরিদপুর সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। ফরিদপুর শহরের অদূরে ফরিদপুর পৌরসভার সীমানা ঘেষে মাচ্চর ইউনিয়ন অবস্থিত। মাচ্চর ইউনিয়নের মোট গ্রাম ১৪টি। হাট ও বাজার সংখ্যা ০৬টি। মাদ্রাসা আছে ১১টি, মাধ্যমিক বিদ্যালয় আছে ০৪টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে ০৯টি এবং এতিমখানা আছে ০৩টি।

মাচ্চর
ইউনিয়ন
৬নং মাচ্চর ইউনিয়ন পরিষদ
মাচ্চর
মাচ্চর
বাংলাদেশে মাচ্চর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৫′৪৩″ উত্তর ৮৯°৪৯′৫৬″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাফরিদপুর জেলা
উপজেলাফরিদপুর সদর উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

স্থানাঙ্ক: ২৩°৩৫′৪৩″ উত্তর ৮৯°৪৯′৫৬″ পূর্ব। ফরিদপুর শহরের অদূরে ফরিদপুর পৌরসভার সীমানা ঘেষে মাচ্চর ইউনিয়ন অবস্থিত। আবার এই ইউনিয়নই রাজবাড়ীর সঙ্গে ফরিদপুর জেলার সীমানা হিসেবে অবস্থিত। তাই এই ইউনিয়ন খুবই গুরুত্ব বহন করে।

ইউনিয়ন এর পূর্বে ফরিদপুর পৌরসভা ও অম্বিকাপুর ইউনিয়ন, উত্তরে ঈশান গোপালপুর ইউনিয়ন, পশ্চিমে রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়ন এবং দক্ষিণে সুলতানপুর ইউনিয়ন।

এলাকা

মোট গ্রামঃ ১৪ টি

উল্লেখযোগ্য কিছু এলাকার নামঃ

শিবরামপুর, তালুকদারপাড়া, মন্ডলপাড়া, মাদারডাংগি, সাহাপাড়া, পিঠা কুমড়া বাজার, চাঁদপুর, খলিলপুর হাট, পরানপুর, ধুলদি রাজাপুর, ধুলদি রেলগেট, ধুলদি বাজার, বাহিরদিয়া, চন্ডিপুর, জয়দেবপুর, মাচ্চর কোউরপুর ইত্যাদি।

আয়তন ও জনসংখ্যা

আয়তন ২৪ বর্গকিলোমিটার। জনসংখ্যাঃ ২৯,১১৮ জন ( ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)। শিক্ষার হার- ৪৬.৮৪%

শিক্ষা

শিক্ষার হার : ৪৬.৮৪%

শিক্ষা প্রতিষ্ঠান:

  • মোট উচ্চবিদ্যালয়: ৪টি
  • মোট প্রাথমিক স্কুল: ৯টি
  • কিন্ডারগার্টেন: ৪টি
  • মোট মাদ্রাসা: ১১টি
  • এতিমখানা: ৩টি

উল্লেখযোগ্য প্রতিষ্ঠান:

  • ১. শিবরামপুর আর, ডি, একাডেমী (১৯১৭)
  • ২. খলিলপুর উচ্চ বিদ্যালয়
  • ৩. পরানপুর উচ্চ বিদ্যালয়
  • ৪. ধুলদিবাজার উচ্চ বিদ্যালয়
  • ৫. জামিয়া ইসলামিয়া দারুল উলূম আমিরাবাদ মাদ্রাসা
  • ৬. ইসলামি এডুকেশন সেন্টার (আজিজ পাইপস মাদ্রাসা)
  • ৭. ৪০ নং শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ৮. ৪১ নং খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ৯. চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ১০. পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ১১. ধুলদি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ১২. হোমল্যান্ড কিন্ডারগার্টেন

দর্শনীয় স্থান

  • ১. শিবরামপুর আর, ডি, একাডেমী (১৯১৭)
  • ২. ফান প্যারাডাইস পার্ক, রিসোর্ট ও পিকনিক স্পট, জয়দেবপুর, ধুলদি রেলগেট, শিবরামপুর
  • ৩. বড়কুম রেলসেতু, শিবরামপুর
  • ৪. ব্রাক নার্সারি, চন্ডিপুর
  • ৫. জ্ঞানদিয়া রেলসেতু, ধুলদি
  • ৬. ১৪ হাত কালি মন্দির, খলিলপুর
  • ৭. খলিলপুর খেয়াঘাট নদীপার ও ডাবলব্রিজ।
  • ৮. বারোনি খোলার আড়ং (গ্রাম্য মেলা), খলিলপুর হাট
  • ৯. আজিজ পাইপস লিমিটেড কারখানা, শিবরামপুর
  • ১০. আমিরাবাদ রেলস্টেশন
  • ১১. আমিরাবাদ ওয়েলফেয়ার অর্গানাইজেশন
  • ১২. হল্যান্ড চাইল্ড হোম (ধর্মনিরপেক্ষ এতিমখানা)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "মাচ্চর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০
  2. "ফরিদপুর সদর উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.