মাগুরা মেডিকেল কলেজ

মাগুরা মেডিকেল কলেজ বাংলাদেশের একটি সরকারি মেডিকেল কলেজ যেটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আওতাভুক্ত। ২০১৯ সালের ১০ জানুয়ারি ৫০ জন (২৩ জন ছাত্র) শিক্ষার্থী নিয়ে মাগুরা সদর হাসপাতালে প্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে মাগুরা মেডিকেল কলেজ।

মাগুরা মেডিকেল কলেজ
ধরনসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত২০১৮ (2018)[1]
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষডা. অলোক কুমার সাহা[2]
অবস্থান,
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাইংরেজি
ওয়েবসাইটmaguramc.edu.bd

ফ্যাকাল্টি মেম্বার

বর্তমানে এখানে একজন অধ্যক্ষ (প্রফেসর),এক জন সহযোগী অধ্যাপক, ৬ জন সহকারী অধ্যাপক, ৯ জন প্রভাষক রয়েছে। মোট ১৭ জন শিক্ষক আছে।

আবাসন

২ টি অস্থায়ী আবাসন হলের মাধ্যমে নিরাপদ বাসস্থান ও খাদ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

তথ্যসূত্র

  1. "Magura Medical College, Magura"। Ministry of Health and Family Welfare। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৮
  2. "মাগুরা মেডিকেল কলেজ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৩


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.