মাগুরা-১
মাগুরা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মাগুরা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯১নং আসন।
মাগুরা-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | মাগুরা জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার | ৩,৫০,০৪৮ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | সাইফুজ্জামান শিখর |
সীমানা
মাগুরা-১ আসনটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা, মাগুরা সদর উপজেলা ( শত্রুজিৎপুর ইউনিয়ন, গোপালগ্রাম ইউনিয়ন, কুচিয়ামোড়া ইউনিয়ন, বেইরল পলিতা ইউনিয়ন ব্যতীত) নিয়ে গঠিত।[2][3]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
মোহাম্মদ সিরাজুল আকবর ২০১৫ সালের মার্চ মাসে মারা যান। ২০১৫ সালের মে মাসের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এ টি এম আব্দুল ওয়াহাব নির্বাচিত হন।[6]
মাগুরা-১ উপ-নির্বাচন, মে ২০১৫[6] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | এ টি এম আব্দুল ওয়াহাব | ৯৩,১৮১ | ৮৬.৬ | +৩২.০ | |
স্বতন্ত্র | তপন কুমার রায় | ১২,৭৯০ | ১১.৯ | প্র/না | |
ন্যাশনাল পিপলস পার্টি | কাজী তৌহিদুল আলম | ৯০২ | ০.৮ | প্র/না | |
বিএনএফ | এ কে এম মুতাসিম বিল্লাহ | ৭০৯ | ০.৭ | +০.১ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮০,৩৯১ | ৭৪.৭ | +৬৫.৪ | ||
ভোটার উপস্থিতি | ১,০৭,৫৮২ | ৩৩.২ | -০.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ২০১৪: মাগুরা-১[7] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মোহাম্মদ সিরাজুল আকবর | ৫৬,০৫১ | ৫৪.৬ | +০.৬ | |
স্বতন্ত্র | কুতুবুল্লাহ হোসেন মিয়া | ৪৬,৪৭৪ | ৪৫.৩ | প্র/না | |
বিএনএফ | এ কে এম মুতাসিম বিল্লাহ | ৪৮ | ০.৬ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৫৭৭ | ৯.৩ | -১.০ | ||
ভোটার উপস্থিতি | ১,০২,৫৭৩ | ৩৩.৪ | -৫৭.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: মাগুরা-১[8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মোহাম্মদ সিরাজুল আকবর | ১,৩৫,৫৯৬ | ৫৪.০ | +৭.৭ | |
বিএনপি | ইকবাল আখতার খান | ১,০৯,৮৩৫ | ৪৩.৭ | +২.৬ | |
ইসলামী আন্দোলন | মঈন উদ্দিন আহমেদ | ৫,১৯৮ | ২.১ | প্র/না | |
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | আ. ন. কামাল উদ্দিন মুস্তাফা | ৫৭৭ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৭৬১ | ১০.৩ | +৫.০ | ||
ভোটার উপস্থিতি | ২,৫১,২০৬ | ৯১.১ | +৭.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ২০০১: মাগুরা-১[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মোহাম্মদ সিরাজুল আকবর | ৯৭,৫৪২ | ৪৬.৩ | +১.৮ | |
বিএনপি | নিতাই রায় চৌধুরী | ৮৬,৪৬৮ | ৪১.১ | +২১.৪ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | হাসান সিরাজ সুজা | ২২,৫৬৯ | ১০.৭ | প্র/না | |
স্বতন্ত্র | মজিদ-উল-হক | ৩,১৭৭ | ১.৫ | প্র/না | |
গণফোরাম | মুহাম্মদ মিজানুর রহমান | ৫২৫ | ০.৩ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | কাজী নজরুল ইসলাম | ২৩৬ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১১,০৭৪ | ৫.৩ | -৯.২ | ||
ভোটার উপস্থিতি | ২,১০,৫১৭ | ৮৪.০ | +০.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: মাগুরা-১[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মোহাম্মদ সিরাজুল আকবর | ৭৩,৫৪৩ | ৪৪.৫ | +৬.১ | ||
জাতীয় পার্টি | ইকবাল আখতার খান | ৪৯,৫৯৪ | ৩০.০ | +২৮.৪ | ||
বিএনপি | মজিদ-উল-হক | ৩২,৬২১ | ১৯.৭ | -২৬.৬ | ||
জামায়াতে ইসলামী | লিয়াকত আলী খান | ৫,৭০৬ | ৩.৫ | -১.১ | ||
জাসদ (রব) | ম. আ. আওয়াল | ১,৩৪৩ | ০.৮ | +০.৭ | ||
ন্যাপ (ভাসানী) | মো. আমজাদ হোসেন | ৮৩৬ | ০.৫ | প্র/না | ||
জাকের পার্টি | আবুল হাসেম মাওলানা | ৪৮৪ | ০.৩ | -৪.৬ | ||
জাতীয় সেবা দল | মো. ফজলুল হক | ৩৬৫ | ০.২ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | মোঃ শহীদুল ইসলাম | ৩০৩ | ০.২ | প্র/না | ||
জাসদ | বীরেন্দ্র নাথ মজুমদার | ২৯৮ | ০.২ | ০.০ | ||
স্বতন্ত্র | মোঃ মিজানুর রহমান | ১০৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,৯৪৯ | ১৪.৫ | +৬.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৫,১৯৮ | ৮৩.৫ | +১০.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: মাগুরা-১[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | মজিদ-উল-হক | ৬৯,৭২৮ | ৪৬.৩ | |||
আওয়ামী লীগ | আলতাফ হোসেন | ৫৭,৭৯৫ | ৩৮.৪ | |||
জাকের পার্টি | আ. হক | ৭,৬৫৯ | ৫.১ | |||
জামায়াতে ইসলামী | আবদুল মতিন | ৬,৮৯২ | ৪.৬ | |||
বাকশাল | রায় রমেশ চন্দ্র | ২,৪২৩ | ১.৬ | |||
ইসলামী ঐক্য জোট | আমজাদ হোসেন | ২,৪২১ | ১.৬ | |||
জাতীয় পার্টি | মুন্সী ফয়জুল কবির | ২,৩৫৬ | ১.৬ | |||
স্বতন্ত্র | হাসান রকিব | ৭৭৫ | ০.৫ | |||
জাসদ (রব) | মামুদুর রহমান | ২৫৫ | ০.২ | |||
জাসদ | ত. ম. মহব্বত আলী | ১৪৯ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৯৩৩ | ৭.৯ | ||||
ভোটার উপস্থিতি | ১,৫০,৪৫৩ | ৭২.৬ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫।
- https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE_%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "মাগুরা উপনির্বাচনে আ.লীগ জয়ী"। এনটিভি অনলাইন। ৩০ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৮।
- "Magura-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.