মাখন

মাখন একটি দুগ্ধজাত বা দুধের পণ্য, যা সাধারণ দুধ বা দুধের প্রক্রিয়াজাত দুগ্ধ ক্রীম থেকে তৈরি করা হয়। এটি সাধারণত কোন খাবারে মেখে খাওয়া হয়। এছাড়া রান্না করতে যেমন, কিছু ভাঁজতে, সস তৈরিতে অথবা খাবারে বিশেষ সুঘ্রান আনতে মাখন ব্যবহৃত হয়। মাখনে চর্বি, পানি এবং দুগ্ধ প্রটিন থাকে।

মাখন
Butter
Melted and solid butter
প্রতি 1 US Tbsp (14.2g)-এ পুষ্টিমান
শক্তি১০১.৮ kcal (৪২৬ কিজু)
০.০১ g
চিনি০.০১ g
১১.৫২ g
সুসিক্ত স্নেহ পদার্থ৭.২৯৪ g
ট্রান্স স্নেহ পদার্থ০.৪৬৫ g
এককঅসুসিক্ত২.৯৮৫ g
বহুঅসুসিক্ত০.৪৩২ g
০.১২ g
ভিটামিনপরিমাণ দৈপ%
ভিটামিন এ সমতুল্য
১২%
৯৭.১ μg
ভিটামিন এ৩৫৫ IU
ভিটামিন বি১২
১%
০.০২৪ μg
ভিটামিন ই
২%
০.৩৩ মিগ্রা
ভিটামিন কে
১%
০.৯৯ μg
অন্যান্য উপাদানপরিমাণ
কোলেস্টেরল৩০.৫ mg

USDA 01145, Butter, without salt.
Fat percentage can vary.
See also Types of butter.
প্রাপ্তবয়স্কদের জন্য মার্কিন সুপারিশ ব্যবহার করে শতাংশ অনুমান করা হয়েছে।
উৎস: ইউএসডিএ ফুডডাটা সেন্ট্রাল
মাখনের বার

মাখন সাধারণ গরুর দুধ দিয়ে তৈরি হয়। এছাড়া মাখন অন্য প্রাণী যেমন, ভেড়া, ছাগল, মহিষের দুধ দিয়েও তৈরি করা হয়। এতে কখনও কখনও লবণ, সুগন্ধি, প্রিজার্ভেটিবও ব্যবহার করা হয়। দুধ থেকে তৈরি ঘি, একটি বিশেষ ধরনের মাখন। মাখন দেখতে হলুদ রঙের তবে এটির রঙ গাঢ় হলুদ থেকে সাদা রঙের হতে পারে। এর রঙ নির্ভর করে দুধের উপর এবং ঐ প্রাণীর খাদ্যাভ্যাসের উপর। অনেক সময় প্রস্তুতকারীরাও রঙ মিশিয়ে থাকে।

টীকা

    তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.